সোমবার দেশে ফিরছেন রুপোর মেয়ে চানু, ১কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা মণিপুর সরকারের

সোমবার দেশে ফিরছেন মীরাবাই চানু( Mirabai chanu)। শনিবারই টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) ভারোত্তোলনে রুপো পদক জিতে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি।

শনিবার পদক পাওয়ার পরই মীরাবাই চানু জানিয়ে ছিলেন দেশে ফিরে আগে বাড়ি ফিরতে চান তিনি। জানা গিয়েছে সোমবার বিকেল ৪.৪৫ নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে ইম্ফলের বিমান ধরবেন চানু। তবে এরই মাঝে বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, অলিম্পিক্সে রুপো জেতার জন্য চানুকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি চাকরিতেও পদোন্নতি হচ্ছে তাঁর। এতদিন টিকিট সংগ্রাহক হিসাবে কাজ করতেন চানু।

রবিবার নিজের টুইটারে চানুর সঙ্গে ভিডিও  কলে তাঁর কথাবার্তার রেকর্ডিং পোস্ট করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেখানে তিনি চানুকে বলেন, “উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আজ প্রত্যেকে তোমাকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন। আর তোমাকে ট্রেনে উঠে টিকিট পরীক্ষা করতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকেলেই আমার বৈঠক রয়েছে। সেখানেই তোমার পদোন্নতির ব্যাপারে কথা হবে। তবে এখনই সেটা তোমাকে বলব না।”

আরও পড়ুন:সোনার পদক জয়ী প্রিয়া মালিককে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের