Thursday, December 25, 2025

তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন চান বিমান, ফুৎকারে উড়িয়ে দিলেন সুজন!

Date:

Share post:

দেশ জুড়ে বৃহত্তর লড়াইয়ের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা না থাকা নিয়ে সিপিএমে প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিজেপিকে হঠাতে যখন বিজেপি বিরোধী সব দলকে এক জায়গায় আনার কথা বলছেন, তখন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী ফুৎকারে এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূল-বাম এক হওয়ার প্রশ্ন অবান্তর। ফলে ঘরের লড়াইয়ে ফের ভারাক্রান্ত আলিমুদ্দিন। কোন পথে দল, সে নিয়ে দলের শীর্ষ নেতাদেরই নানা মত।

রবিবার তমলুকের সভায় কী বলেছিলেন বিমান? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে বিমানের বক্তব্য ছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, বিজেপির বিরুদ্ধে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসকেও সঙ্গে নিতে প্রস্তুত? এবার আরও নির্দিষ্ট করে বিমান বলেন, হ্যাঁ বিজেপি-বিরোধী সবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। পলিটব্যুরো সদস্য বিমানের কথায় বিজেপি-বিরোধী কোনও দল নিয়ে দলের কোনও ছুৎমার্গ নেই।

পালটা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তাঁর পলিটব্যুরো সদস্যর বক্তব্য সরাসরি উড়িয়ে দিলেন। বললেন, কোন দুঃখে বামেরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়বে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করল কবে? বিজেপির সঙ্গে সরকার গড়েছে, জোট করেছে। বিজেপিকে রাজ্যে ৩ থেকে ৭৭ করেছে।

আরও পড়ুন:‘একতরফা, অতিরঞ্জিত, মনগড়া’- কমিশনের রিপোর্টকে উড়িয়ে দিল রাজ্য

দুই নেতার প্রকাশ্য বিবৃতিতে সিপিএমের ঘরের লড়াইয়ের তীব্রতা বুঝিয়ে দিয়েছে। বিধানসভা ভোটের সময় বিজেপি-তৃণমূল কংগ্রেসকে একাসনে বসিয়ে বিজেমূল আওয়াজ তুলেছিল বামেরা। ভোটে নাস্তানাবুদ হয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ভ্রান্তি স্বীকারের বৈঠক সেরে বেরিয়ে এসে বলেছিলেন, এসব বলা ঠিক হয়নি। মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আশি পেরিয়ে বিমান অতীত থেকে শিক্ষা নিয়ে ছুৎমার্গ থেকে বেরিয়ে এলেও সুজনরা পড়ে রয়েছেন সেই তিমিরেই। সিপিএমের উদারপন্থীরা বলছেন, দলটাকে শূন্যতে এনেও ওদের আর শিক্ষা হবে না।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...