Sunday, November 9, 2025

তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন চান বিমান, ফুৎকারে উড়িয়ে দিলেন সুজন!

Date:

Share post:

দেশ জুড়ে বৃহত্তর লড়াইয়ের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা না থাকা নিয়ে সিপিএমে প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিজেপিকে হঠাতে যখন বিজেপি বিরোধী সব দলকে এক জায়গায় আনার কথা বলছেন, তখন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী ফুৎকারে এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূল-বাম এক হওয়ার প্রশ্ন অবান্তর। ফলে ঘরের লড়াইয়ে ফের ভারাক্রান্ত আলিমুদ্দিন। কোন পথে দল, সে নিয়ে দলের শীর্ষ নেতাদেরই নানা মত।

রবিবার তমলুকের সভায় কী বলেছিলেন বিমান? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে বিমানের বক্তব্য ছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, বিজেপির বিরুদ্ধে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসকেও সঙ্গে নিতে প্রস্তুত? এবার আরও নির্দিষ্ট করে বিমান বলেন, হ্যাঁ বিজেপি-বিরোধী সবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। পলিটব্যুরো সদস্য বিমানের কথায় বিজেপি-বিরোধী কোনও দল নিয়ে দলের কোনও ছুৎমার্গ নেই।

পালটা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তাঁর পলিটব্যুরো সদস্যর বক্তব্য সরাসরি উড়িয়ে দিলেন। বললেন, কোন দুঃখে বামেরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়বে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করল কবে? বিজেপির সঙ্গে সরকার গড়েছে, জোট করেছে। বিজেপিকে রাজ্যে ৩ থেকে ৭৭ করেছে।

আরও পড়ুন:‘একতরফা, অতিরঞ্জিত, মনগড়া’- কমিশনের রিপোর্টকে উড়িয়ে দিল রাজ্য

দুই নেতার প্রকাশ্য বিবৃতিতে সিপিএমের ঘরের লড়াইয়ের তীব্রতা বুঝিয়ে দিয়েছে। বিধানসভা ভোটের সময় বিজেপি-তৃণমূল কংগ্রেসকে একাসনে বসিয়ে বিজেমূল আওয়াজ তুলেছিল বামেরা। ভোটে নাস্তানাবুদ হয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ভ্রান্তি স্বীকারের বৈঠক সেরে বেরিয়ে এসে বলেছিলেন, এসব বলা ঠিক হয়নি। মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আশি পেরিয়ে বিমান অতীত থেকে শিক্ষা নিয়ে ছুৎমার্গ থেকে বেরিয়ে এলেও সুজনরা পড়ে রয়েছেন সেই তিমিরেই। সিপিএমের উদারপন্থীরা বলছেন, দলটাকে শূন্যতে এনেও ওদের আর শিক্ষা হবে না।

 

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...