Thursday, November 13, 2025

বুধে সোনিয়ার সঙ্গে ‘চায়ে পে চর্চা’ মমতার, বৈঠকের সম্ভাবনা শরদ-সঞ্জয়দের সঙ্গেও

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তা বোঝা যাচ্ছে একের পর এক বিভিন্ন দলের নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাতের তালিকা দেখেই। সোমবার দিল্লি পৌঁছেছেন মমতা। মঙ্গলবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা কমলনাথ (Kamalnath) এবং আনন্দ শর্মার (Anand Sharma) সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁরাই জানিয়ে দেন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করবেন মমতা। এদিন সন্ধেয় মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী অভিষের মনু সিংভি। তবে এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি তিনি।

মোদির সঙ্গে সাক্ষাতের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমোও জানান বুধবার সোনিয়া গান্ধী তাঁকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। মমতা বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ‘চায়ে পে চর্চা’ হবে। এছাড়াও এনসিপি (Ncp), শিবসেনা (Shivsena), সমাজবাদী পার্টির (Samajbadi Party) নেতাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার, বিকেল সাড়ে চারটেয় সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে, দুপুর ১টায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সংসদীয় দলের বৈঠকে থাকবেন মমতা। সেখানেই এরপর সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, জাভেদ আখতার-শাবানা আজমির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হওয়ার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের- এদিন তাঁর সঙ্গে দেখা করার পর এ কথা কার্যত স্বীকার করেন কংগ্রেস নেতা কমলনাথ। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, তিনি ‘ফলোয়ার’। তবে, এদিন মোদি-মমতা বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ বুধবারের সোনিয়া-মমতা বৈঠক। তার দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন- লকডাউনে কাজ হারানো মডেলদের টার্গেট করেছিল রাজ কুন্দ্রার কোম্পানি!!

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...