‘আইনের শাসনের অগ্রগতির জন্য বিধানসভা-নির্বাহী-বিচার বিভাগের সমস্ত শাখার নির্বিঘ্নে কাজ করা জরুরি।’ বেশ কিছুদিনের নীরবতা ভেঙে বুধবার সকালে টুইট করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। টুইটে তিনি বুঝিয়ে দিলেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বার অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিচ্ছে তা আইন-শৃংখলার অগ্রগতির জন্য মোটেই আশানুরূপ নয়।

বুধবার সকালে টুইটে জগদীপ ধনকড় লেখেন, “আইনের শাসনের অগ্রগতির জন্য বিধানসভা-নির্বাহী-বিচার বিভাগের সমস্ত শাখার নির্বিঘ্নে কাজ করা জরুরী।
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের নিজ নিজ কর্তব্য পালন করবে। হাইকোর্ট তাদের কাজের প্রশংসা করার আগেই।” এই টুইটার সঙ্গেই তিনি নিচে যোগ করেন গত মঙ্গলবার সন্ধে ৬ টায় বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির ভার্চুয়াল মিটিংয়ের চিঠি। যেখানে বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে ভার্চুয়াল বৈঠকে।

For flourishing of rule of law it is imperative that all wings of state Legislature-Executive-Judiciary function seamlessly.
The decision of the “members of the Bar Association, High Court Calcutta would attend their respective duties before the Hon’ble Court” is appreciated. pic.twitter.com/gQ3T2eRFkh
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 28, 2021
উল্লেখ্য, এক এজলাস থেকে অন্য এজলাসে মামলা স্থানান্তরের সময় মানা হচ্ছে না বিধি। এই অভিযোগ তুলে হাই কোর্টের বর্ষীয়ান আইনজীবীদের অনেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের এজলাস বয়কট করেন। বিচারপতি রাজেশ বিন্দলের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ এনেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি অভিযোগ করেছিলেন, বিধি না মেনে ডিভিশন বেঞ্চে মামলা সরিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই ঘটনার জেরে এবার টুইটে সরব হতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়কে।
