Sunday, November 9, 2025

অনুব্রত-পরমব্রত সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা! কী বললেন অভিনেতা?

Date:

Share post:

তৃণমূল ( TMC) হোক কিংবা বিজেপি (BJP), ভোটের আগেই টলিপাড়ার (Tollypara) একের পর এক তারকা দলে যোগ দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে। কেউ কেউ ভোটে দাঁড়িয়ে জিতেছেন। কেউ হেরেছেন। তবে রাজনৈতিক সচেতনতা বা বক্তব্য থাকলেও, কোনও দলের ঝাণ্ডা ধরেননি টলিউড অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এবার তাঁকে নিয়েও জোর চর্চা রাজনৈতিক মহলে।

কিন্তু কেন? ঘটনার সূত্রপাত বোলপুর (Bolpur) সার্কিট হাউসে। যেখানে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে দেখা গেল অভিনেতা পরমব্রতকে। আর এই সাক্ষাৎ ঘিরেই জল্পনার শুরু। তবে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত?

তবে এই সাক্ষাতে শুধু তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নয়, বোলপুরের সার্কিট হাউসে ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রীপাঠি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ছাড়াও আরও অনেকে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে কমলপ্রীত

যদিও তাঁর সক্রিয় রাজনীতিতে আসা কিংবা তৃণমূল যোগ উড়িয়ে দিয়েছেন পরমব্রত। তাঁর কথায়, ”একান্ত ব্যক্তিগত কাজে এসেছিলাম, আমাকে ডাকা হলো, তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। আমি প্রশাসনের কী করব! আমার নিশ্চয় রাজনৈতিক মতামত আছে তবে তার সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার সম্পর্ক নেই। এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ। আমার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা নেই, না যোগ দেওয়ার জল্পনাও নেই। আমার সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ভাবনাই নেই। আমার নিজস্ব রাজনৈতিক মতামত আছে, তবে সেটা রাজনীতিতে যোগ দেওয়ার ভাবনা নয়।”

এদিকে এদিন বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নিজেও। তবে পরমব্রতর উত্তরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...