মুখ্যমন্ত্রীর সূচনার আগে “খেলা হবে” দিবসের প্রস্তুতি নেতাজি ইন্ডোর-এ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) খেলা হবে প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, চূড়ান্ত ব্যস্ততার মধ্যে প্রস্তুতি চলল সেখানে। দীর্ঘদিন বাদে এখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

সোমবার, খেলা হবে দিবসের সূচনা করবেন এবং এক লক্ষ বল তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই 16 অগাস্ট “খেলা হবে” দিবস হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়েছেন এর তৎপর্য। দিল্লি (Delhi) সফরে গিয়েও তৃণমূল সুপ্রিমো মুখে শোনা গিয়েছে, বাংলার পরে এবার দেশ জুড়ে “খেলা হবে”। কলকাতায় প্রকল্পের সূচনায় তিনি কী বার্তা দেন এখন সেটাই দেখার।

আরও পড়ুন- রাত পোহালেই মাঠে নামছেন অভিষেক, ত্রিপুরায় “খেলা হবে” স্টেজ রিহার্সালে দেবাংশু-সুদীপরা

 

 

Previous articleরাত পোহালেই মাঠে নামছেন অভিষেক, ত্রিপুরায় “খেলা হবে” স্টেজ রিহার্সালে দেবাংশু-সুদীপরা
Next articleপদক জয়ী সিন্ধুকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর