Sunday, November 16, 2025

‘টক টু এম এল এ’, ফেসবুকে করোনায় এগরাবাসীর কথা শুনবেন বিধায়ক

Date:

Share post:

অভিনব উদ্যোগ এগরার তৃণমূল বিধায়কের। করোনা পরিস্থিতিতে এলাকার মানুষদের সঙ্গে নিবিড় জনসংযোগ রক্ষা করতে এবং তাঁদের বিভিন্ন সুখ-দুঃখের কথা শুনতে অভিনব কর্মসূচি নিলেন এগরার তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণকুমার মাইতি(Tarunkumar Maity)। শুরু করছেন, ‘টক টু- এমএলএ’ কর্মসূচি।

৩ আগস্ট এই কর্মসূচি শুরু হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত লাইভে থাকবেন বিধায়ক। এগরাবাসী এই অনুষ্ঠানে তাঁদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। ইতিমধ্যেই এই কর্মসূচির প্রচার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিধায়কের দুটি মোবাইল নম্বর দিয়ে এগরার বাসিন্দাদের যোগাযোগ করতে বলা হচ্ছে।

হঠাৎ কেন এই কর্মসূচি? বিধায়ক তরুণকুমার বললেন, ‘এলাকার বাসিন্দাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। তাঁদের অভাব-অভিযোগ শুনে সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করব। তাছাড়া আগামী ১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেই সম্পর্কেও সমস্ত এগরাবাসীকে এই অনুষ্ঠানের মাধ্যমে নানা তথ্য জানাতে চাই।’ দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এগরার বাসিন্দাদের কোন কোন বিষয়ে চাহিদা বেশি রয়েছে, তা দেখে নিতে চান বিধায়ক। তাঁর দাবি, সরকারের নানা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কর্মসূচি যাতে একশো শতাংশ সফল হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। প্রয়োজনে আগামিদিনে এগরার সমস্ত অঞ্চলে জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে সভা করা হবে। মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে পাশের বিধানসভা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ইতিমধ্যে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন। তারপর এগরার বিধায়ক তরুণকুমার মাইতিও জনসংযোগমূলক কর্মসূচি ‘টক টু– এমএলএ’ শুরু করায় খুশি এগরা বিধানসভা এলাকার বাসিন্দারা। পিন্টু জানা বলেন, ‘নতুন বিধায়ক তরুণবাবুকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে আমরা পাই। তার উপর এমন জনসংযোগমূলক কর্মসূচি আমাদের কাছে রীতিমতো উপরি পাওনা। এমন কর্মসূচির ফলে এগরার মানুষের উন্নতি ত্বরান্বিত হবে বলে মনে করছি। এর জন্য আমরা বিধায়ককে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন- অপচয় আটকে ৩ কোটি মানুষকে ভ্যাকসিন রাজ্যের

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...