Thursday, August 28, 2025

খুব একাকিত্ব বোধ করছেন বাবুল! কেন এমন ফেসবুক পোস্ট “দলহীন” সাংসদের

Date:

Share post:

বিজেপি (BJP) কিংবা সক্রিয় রাজনীতি থেকে “সন্ন্যাস” নিলেও সাংসদ (MP) পদে ইস্তফা দেবেন দেবেন করেও, তা আর করে উঠতে পারেননি। এমনকি, তাঁর রাজনৈতিক কেরিয়ারের ঘোলাজলের মতো পরিস্থিতির মধ্যেই নিজেকে এখনও জনপ্রতিনিধি বা সাংসদ প্রতিপন্ন করতে তহবিল (MP LAD) থেকে রাস্তার আলোর বাতিস্তম্ভের জন্য নতুন করে খরচ বরাদ্দ করেছেন আসানসোলে (Asansol)।

আরও পড়ুন:জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র

এরই মধ্যে তাঁর একাই দিন কাটছে বলে জানালেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আজ, শনিবার ফেসবুক পোস্টে ফের একবার তাঁর ‘’স্বেচ্ছা নির্বাসনের’’ কথা জানিয়ে বাবুল লিখেছেন, ‘’একা ঘরে নিজের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে । কিন্তু এখন নিজেকে অস্বাভাবিক রকম একা লাগছে।’’

এখানেই শেষ নয়। বাবুল আরও লেখেন, “জীবন আসলে একমুখী পথ। যে পথ ধরে এতটা এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না।” অনেকেই মনে করছেন, এই আবেগতাড়িত বাবুল তাঁর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সামান্য সম্ভাবনাটুকুও ঝেড়ে ফেলকেন। বাবুলের এদিনের এই পোস্টে তাঁর প্রয়াত মা সুমিত্রাদেবী অনেকটা বড় অংশজুড়ে রয়েছেন। যেখানে মা-কে স্মৃতিচারণা করেছেন বাবুল।

সম্প্রতি, বাবুলের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে তিনি বিজেপি ও সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। এমনকী, দিল্লির সরকারি বাংলো ছাড়ার কথা জানিয়েছিলেন। সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর আসানসোলের সাংসদ ইস্তফা দেননি সাংসদ পদ থেকে। আপাতত তিনি নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন।

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...