Tuesday, November 11, 2025

দলের যুব নেতৃত্বকে বামপন্থার পাঠ দিলেন সেলিম

Date:

Share post:

দীর্ঘ ৩৪ বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকলেও গত দেড় দশকে রাজ্যে সিপিএম তথা বামেদের রক্তক্ষরণ অব্যাহত। এখন বাংলার বুকে দল কার্যত সাইন বোর্ডে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় একটিও সদস্য নেই বামেদের। তারই মাঝে দলের যুব সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া সিপিএম। এদিন সিপিএমের যুব সংগঠন DYFI-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যুব নেতৃত্বকে বামপন্থার পাঠ দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

যুব নেতৃত্বকে উৎসাহিত করতে যা বললেন মহম্মদ সেলিম-

(১) ১১ আগস্ট ক্ষুদিরামের জন্মবার্ষিকী থেকেই শপথ নিয়ে নতুন করে পথে নামতে হবে।

(২) সব রাজনৈতিক দল এক মেরুতে যাবে এটা হয় না। বিপরীত মুখে দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়। গড্ডালিকা প্রবাহে গা ভাসালে হয় না। প্রতিবাদ করতে হবে।

(৩) লাভজনক সবকিছু বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। কেন্দ্রের এই জনবিরোধী ও রাষ্ট্র বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে।

(৪) করোনার মধ্যে লকডাউন, অনাহারে একদিকে কিছু মানুষের সম্পদ বেড়েছে। অন্যদিকে, সাধারণ মানুষ দারিদ্র সীমার নীচে গেছে। কর্মহীন হয়েছে।

(৫) রেড ভলান্টিয়াররা রাত ভিতেতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াচ্ছে। এটা অবশ্যই ভাল দিক। এটাকে ধরে রাখতে হবে।

(৬) দরিদ্র নিপীড়িত মানুষের কথা যাঁরা বলবেন, তাঁদের অবস্থা স্ট্যান সামির মত হবে। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। কিন্তু প্রতিবাদ জারি রাখতে হবে।

(৭) বিজেপির শাসনে দেশজুড়ে জাতপাত, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এমনকী, অলিম্পিক নিয়েও রাজনীতি হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

(৮) আমাদের দলের যুবসমাজকে এক হতে হবে। যাঁরা এখন সক্রিয়ভাবে নেই তাঁদেরকে নিয়ে একসাথে পথ চলতে হবে।

আরও পড়ুন- দলের ইতিহাস জানেন না: ‘খেলা হবে’ দিবস বদলের দাবি নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের advt 19

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...