‘লড়াই চালিয়ে যাও, সঙ্গে আছি’। ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের যুবনেতাদের এসএসকেএম হাসপাতালে দেখতে এসে এমন বার্তাই দিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া (June Maliah), রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। ‘ওরা আবার ত্রিপুরা যাবে’, উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়েছেন অভিনেত্রী-বিধায়ক জুন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের সঙ্গে দেখা করে গিয়েছেন। দেখা করেছেন অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal)।

ত্রিপুরায়(Tripura) গিয়ে বিজেপির হামলার ওপর পড়েন যুব তৃণমূল(TMC) নেতৃত্ব। শুধু তাই নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্তদেরই গ্রেফতার করা হয়। এরপরই ত্রিপুরার খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু,(Bratya Basu) দোলা সেন,(Dola Sen) কুণাল ঘোষরা(Kunal Ghosh)। খোয়াই থানায় দীর্ঘ বচসার পর আদালতে ১৪ জন অভিযুক্তকেই জামিন দেন বিচারপতি। এরপর সেদিনই তাদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের চিকিৎসা শুরু হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। সুদীপের চোট মাথায়। আর জয়ার চোট রয়েছে শরীরের অন্যান্য স্থানে। বৃহস্পতিবার আক্রান্ত যুবনেতাদের দেখতে হাসপাতালে দেখতে যান জুন মালিয়া, রাজ চক্রবর্তীরা। টুইটারে এদিনের ছবি শেয়ার করে জুন উৎসাহ দিয়ে লিখেছেন, ওরা আবার ত্রিপুরা যাবে। ‘লড়াই থামিও না সাথী, আমরা তোমাদের সাথেই আছি’, এমনি বার্তা দিয়েছেন জুন।

আরও পড়ুন- মোদি-শাহ কেন সাংসদদের মুখোমুখি হতে চান না, তোপ ডেরেকের

We @AITCofficial are with our brave hearts ! @JAYADUTTATMC @aitcsudip ! Their spirit is indomitable and they will go back to fight for the rights for the people of Tripura ! ওরা আবার যাবে #ebaartripura pic.twitter.com/KEY3Tq38DR
— June Maliah (@MaliahJune) August 12, 2021