দেশের ক্রিকেট থেকে অবসর নিলেন উন্মুক্ত চাঁদ( Unmukt Chand)। মাত্র ২৮ বছর বয়সে অবসর নিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। যার ফলে দেশের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না তাকে। নতুন কিছু শুরু করতেই এমন সিদ্ধান্ত নেন উন্মুক্ত।

এদিন টুইটারে উন্মুক্ত লেখেন, “কী ভাবে এই লেখার শুরু করব, তা বুঝতে পারছি না। ভারতের হয়ে আর কোনও দিন খেলব না, এটা ভাবলেই যেন কেমন লাগছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তবে আমার নতুন পথ নিশ্চয়ই খুব আকর্ষণীয় হবে। নতুন ইনিংস শুরু করব। নতুন ভাবে সব কিছু শুরু করব। আশা করব সেখানে আমার সেরাটা দিতে পারব।”

T1- On to the next innings of my life #JaiHind🇮🇳 pic.twitter.com/fEEJ9xOdlt
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
তবে এখানে নতুন ইনিংস বলতে অনেকেই মনে করছেন উন্মুক্ত বিভিন্ন বিদেশি লিগ খেলার কথা বলছে। বিদেশি লিগ খেলতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি প্রয়োজন হয়। সব ক্ষেত্রে তা পাওয়াও যায় না। তাই অনেকের মতে ঠিক এই কারণে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন উন্মুক্ত।

আরও পড়ুন:এএফসি কাপ খেলতে শনিবার মালদ্বীপ উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান
