রাজ্যের লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্নপূরণ করতেই এগিয়ে এসেছে এই “কন্যাশ্রী”প্রকল্প। আজ, ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবসে (Kanyashree Day)টুইটে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী প্রকল্প নিয়ে গর্ববোধ করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ দিনে এই প্রকল্প নিয়ে বিভিন্ন সাফল্যের কথাই তুলে ধরেন তিনি।

টুইটে মমতা বাঁধ্যোপাধ্যায় লেখেন, ‘কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের সর্বদা কাজ করে যাওয়া উচিত।’

প্রসঙ্গত যে সকল অভিভাবকেরা দারিদ্রতার কারণে তাদের মেয়েদের পড়াশোনা না করিয়ে অন্য কাজে লিপ্ত করে দিত তারা আজ নতুন স্বপ্নের জাল বুনেছে এই কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগ অনেকের জীবনে নতুন দিশা দেখিয়েছে। এমনকি আন্তর্জাতিক স্তরেও এই কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন:২৫ জন অতিথি, ২০টি ট্যাবলো! করোনা বিধি মেনেই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন
