Saturday, August 23, 2025

ঢাকুরিয়ায় শুরু সৃষ্টিশ্রী সেল, গ্রামীণ শিল্পের অপরূপ সম্ভার

Date:

Share post:

তৃণমূল (TMC) পরিচালিত মা-মাটি-মানুষের (Maa Mati Manush) সরকার গঠিত হওয়ার পর থেকে বিগত ১০ বছরে গ্রামীন অর্থনীতি (Rural Economy) ও মহিলাদের স্বনির্ভর করার দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার পর থেকেই এই বাংলা মাথা উঁচু করে রয়েছে তার নিজস্ব হস্তশিল্প (Handicrafts) ও শিল্পীদের মধ্যে দিয়ে। গ্রামীণ হস্তশিল্পীদের উন্নতি মানে পরোক্ষে গ্রামীণ অর্থনীতির উন্নতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুসারে দক্ষিণ কলকাতার (South Kolkata) ঢাকুরিয়ায় (Dhakuria) দক্ষিণাপণের (Dakshinapon) পাশে পড়ে থাকা জমিতে শুরু হয়েছিল একটি হস্তশিল্প কেন্দ্র নির্মাণের কাজ। ২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে এখানেই সূচনা হয় “সৃষ্টিশ্রী” (SistiShree)-র।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আনন্দধারা প্রকল্পের অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে, এখানে মিলবে তাদের নির্মিত সামগ্রী। শাড়ি, ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস, মসলন্দ মাদুর, ছো মুখোশ, ডোকরা, তামার প্রদীপ, বাবুই ঘাস ও খেজুর পাতার ম্যাট-ট্রে, বেত-কাঠ-কাপড়-পাথর-মোষের শিং-ঝিনুক-গালা-শোলার জিনিস থেকে শুরু করে তুলাইপাঞ্জি, কালোনুনিয়া চাল, আচার, গয়না বড়ি, আমসত্ত্ব, ঘি, নাড়ু মায় নুডলস— সবই রয়েছে এখানে। রয়েছে ক্যাকটাস, ফুল-ফলের গাছ, অর্কিড, জৈব সার, বাহারি ফুলের টবও। দশ টাকার ‘সিড পেন’ ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে তা থেকেই জন্ম নেবে গাছ, বিক্রি হচ্ছে খুব।

এবারও পূজার প্রায় দেড় মাস আগে ঢাকুরিয়া সৃষ্টিশ্রী-তে তিন দিনের বিশেষ সেল শুরু হল। শনিবার ছিল তার শুভ উদ্বোধন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই সেলের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী (Panchayet Minister) সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। উদ্যোক্তারা সৃষ্টিশ্রী সেলে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন। কালীপুজোর আগে দেরী না করে চলে যান ঢাকুরিয়া দক্ষিণাপন পাশে সৃষ্টিশ্রী। সরকারি এই বিপণন কেন্দ্রে রয়েছে বাংলার মা-বোনেদের হাতি তৈরি রকমারি শাড়ির সম্ভার। আসল বালুচরি কাঁথা স্টিচ-সহ সিল্ক ও তাতের শাড়ি। তুলাইপঞ্জি চাল। সেল্ফ হেল্প গ্রুপের তৈরি হস্তশিল্প সব পাবেন এক ছাদের তলায়।

আরও পড়ুন:মোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের

রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বাংলার শিল্পীরা এখন এক ছাদের তলায়। এখানেই থাকার ব্যবস্থা হয়েছে শিল্পীদের।যাতায়াত খরচও দিচ্ছে সরকার। তিনদিনের সেল ছাড়াও এ ভাবেই চলবে বছরভর, সৃষ্টিশ্রীতে স্থান পাবেন সকলেই। নতুন ভাবনা, সৃষ্টি ও সৃজনশীলতায় বাংলার গ্রামীণ শিল্পকে বিশ্বের সঙ্গে মিলিয়ে দিয়েছে সৃষ্টিশ্রী।

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...