
আরও পড়ুন:’আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শঙ্কিত শাসকদল বিজেপি (Bjp) । ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন শুরু করেছে তারা। কিন্তু তৃণমূল (Tmc) যে ভয়ে পিছিয়ে যাবে না বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে 16 অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল। আর তার আগেই শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠক শেষে ঝলক দেখালেন তৃণমূল সাংসদরা যা দেখে রাজনৈতিক মহলের মত, জিততেই খেলতে নেমেছে তৃণমূল।

