দল ছাড়লেন মহিলা কংগ্রেস চেয়ারপার্সন সুস্মিতা দেব

দল ছাড়লেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন সুস্মিতা দেব। রবিবার রাতে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন সুস্মিতা৷ অসমের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা একসময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের দলত্যাগের কোনও ইঙ্গিত বা জল্পনাও ছিলনা৷

দল ছাড়ার কোনও কারণ দেখাননি তিনি। তবে জল্পনা তৈরি হয়েছে নানা রকম৷ সূত্রের খবর, এখন তিনি কলকাতা রয়েছেন।

 

দুই লাইনের সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা দেব লেখেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দিয়ে সাহায্য করার জন্য এবং পথ দেখানোর জন্য।’ সুস্মিতা দেব অসমের শিলচর থেকে নির্বাচিত হয়ে প্রথমবার ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন ।

advt 19