Sunday, November 9, 2025

এ শুধু খেলার দিন! উত্তর থেকে দক্ষিণ, রাজ্য আজ ক্রীড়াপ্রেমীদের দখলে

Date:

Share post:

এই প্রথম রাজ্যজুড়ে পালিত হলো “খেলা হবে” দিবস। যা ভারতের খেলাধুলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বাংলা ছাড়া আর কোনও রাজ্যে শুধুমাত্র খেলার জন্য নির্দিষ্ট কোনও দিন নেই। যেটা সাফল্যের সঙ্গে করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নিবিড় সাড়া পেলেন।

পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পালিত হলো খেলা হবে দিবস।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তরবঙ্গ জুড়েই সাড়ম্বর পালিত হল ‘খেলা হবে দিবস’। এই দিন গোটা শিলিগুড়িতে কার্যত ছিল এক উত্সবের পরিবেশ। শহর জুড়ে বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি জায়গায় ফুটবল খেলার অায়োজন করা হয়। খেলা দিবস-এর বড় বড় পোস্টার ও হোর্ডিংয়ে ছেয়ে গেছে শহর। শহরের খেলাপ্রেমীদের উত্সাহ ছিল দেখার মতো। সকাল থেকে সন্ধে দর্শকেরা ছুটে বেড়ালেন এ-মাঠ থেকে সে-মাঠ। যেন এক নতুন উত্সবে মেতেছে শহর। সকাল ৭টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন খেলা।

এর মাঝে নজরকাড়া খেলা হয়েছে হাসখোয়া চা-বাগানে মহিলা ফুটবল টিমের সম্প্রীতি ম্যাচ। সোমবার সকালে ঘুঘুমালি স্কুলমাঠে সবুজসাথীর সাইকেল রেশ শুরু হয়, উদ্বোধন করেন পুর চেয়ারম্যান গৌতম দেব। এরপর শিলিগুড়ির সমস্ত কলেজের প্রাক্তনীদের নিয়ে উপনগরী উত্তরায়ণের মাঠে বেলা ১০টায় শুরু হয় ফুটবল ম্যাচ। গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ও দলের কর্মিগণের উপস্থিতিতে খেলার উদ্বোধন হয়। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে ৮টি দলের ফুটবল প্রতিযোগিতা শুরু হয় বেলা সাড়ে দশটায়।

এরপর শ্রীগুরু বিদ্যামন্দির মাঠ ৪৬ নম্বর ওয়ার্ডে, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৪৭ নম্বর ওয়ার্ড-সহ শহরের ৫০টির বেশি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। বেলা তিনটের পর থেকে শুরু হয় পুরস্কার বিতরণ। প্রথমে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্য যুব কল্যাণ দফতরের পক্ষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর তরাই স্কুলমাঠে শিলিগুড়ির সমস্ত ক্লাবকে ফুটবল বিতরণ করা হয় ও সেখানে ফ্রেন্ডশিপ ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও মহকুমার নকশালবাড়ি, মাটিগাড়া, ফুলবাড়ি-সহ বিভিন্ন ব্লকেও সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হল খেলা দিবস। শহর মাতল এক অনন্য খেলার আনন্দে। দার্জিলিঙের মিরিকে সাব ডিভিসনাল অফিস ও জিটিএ ইয়ুথ ওয়েলফেয়ার বিভাগের উদ্যোগে ধুমধামের সঙ্গে পালিত হল খেলা হবে দিবস। ছিলেন মিরিক পুর চেয়ারম্যান এল বি রাই। অন্য এক অনুষ্ঠানে ছিলেন পুনম বিশ্ব, শ্যাম প্রধান, কেসং লামা, সুদীপ্ত দেবনাথ প্রমুখ।

advt 19

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...