চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে( World Wrestling Championship) অংশ নিতে পারবে না বজরং পুনিয়া(Bajrang Punia)। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই মরসুমে আর খেলতে পারবেন না তিনি। যার ফলে ২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না টোকিও অলিম্পিক্সে পদক জয়ী এই কুস্তিগীর।

টোকিও অলিম্পিক্সের আগেই চোট পেয়েছিলেন বজরং। টোকিও থেকে ফেরার পরই তাঁর চোটের জায়গায় এমআরআই করা হয়। সেখানেই জানান হয়, আপাতত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। চোট নিয়ে বজরং বলেন, “লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রিহ্যাব করতে হবে। ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। সেই কারণে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারছি না।”

আরও পড়ুন:তৃতীয় টেস্টে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ বুমরাহের সামনে
