বাংলার মহিলাদের “ভিখারি” সম্বোধন! দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR

রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সুবিধার্থে একুশের নির্বাচনের আগে ‘’লক্ষ্মীর ভাণ্ডার’’ (Laxmi Bhandar) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। কথা রেখেছেন তিনি। ”দুয়ারে সরকার” (Duyare Sarkar) কর্মসূচির মধ্য দিয়ে “লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পের জন্য জোরকদমে আবেদন সংক্রান্ত কাজ। আগামী সেপ্টেম্বর থেকেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে বাদ মহাশ্বেতা দেবীর ছোটগল্প ‘’দ্রৌপদী’’

কিন্তু এই প্রকল্প নিয়ে বিরূপ মন্তব্য করেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি বলেন “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প নিয়ে স্বভাবসিদ্ধ বিতর্কিত মন্তব্য করে বলেন, “ভিড় করার জন্যই দুয়ারে সরকার হচ্ছে। ৫০০ টাকার জন্য ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন রোদে। এটা জনসেবা হতে পারে না। মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। মোদিজিকে দেখুন। সাধারণ মানুষকে তিনি হাজার হাজার টাকা দিচ্ছেন। ঘরে বসেই তাঁরা সেই টাকা পাচ্ছেন।”

অর্থাৎ, “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের আবেদনের জন্য লাইনে দাঁড়ানো এ রাজ্যের মহিলাদের কার্যত তিনি “ভিখারি” বলে সম্মোধন করেন। এবার সেই মন্তব্যের জেরে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানায় (Golabari PS) অভিযোগ দায়ের করলেন টুসু হাজরা নামে এক মহিলা। ওই মহিলার অভিযোগ, “আমি লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছি। এই জনমুখী প্রকল্পে লাখ লাখ মহিলা আবেদন করছন। কোন অধিকারে দিলীপ ঘোষ তাঁদের ভিখারি বলতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” শুধু থানায় অভিযোগ দায়ের নয়, দিলীপবাবুর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো হয়েছে।

advt 19