দীর্ঘ ১১ বছর পর আবারও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United) ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Ronaldo)। আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসেই সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার বললেন, ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি।

Homecoming complete ✔
🔴 @Cristiano#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) August 31, 2021
দু’বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার ম্যানইউর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানান হয় এই কথা। এদিন মেডিক্যাল পরীক্ষার পর নিজের পুরনো ক্লাবে সই করেন পর্তুগিজ তারকা। মঙ্গলবার ম্যানইউর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “দু’বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন রোনাল্ডো। এই চুক্তি পরে আরও এক বছর বাড়তে পারে।”

❤️#MUFC | #RonaldoReturns pic.twitter.com/bFss7uebT4
— Manchester United (@ManUtd) August 31, 2021
এদিকে নিজের পুরোনো ক্লাবে ফিরে উচ্ছসিত রোনাল্ডো। তিনি বলেন,” ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি। আশা করব আমাদের মরশুম ভাল যাবে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি সব সময়ই এই ক্লাবকে ভালবাসি। আমার সঙ্গে এই ক্লাবের সম্পর্কের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে পেরে আমার স্বপ্ন সার্থক হয়েছে। ”
He's back.#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) August 31, 2021
এছাড়াও অতীতের সাফল্যের কথা মনে করিয়ে রোনাল্ডো লিখেছেন, “আমার প্রথম ট্রফি জেতার স্বাদ দিয়েছে এই ক্লাব। প্রথম সোনার বুট, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, জাতীয় দলে অভিষেক, প্রথম ব্যালেন ডি’অর সব কিছুই এই ক্লাবের হয়ে খেলে পাওয়া। আমি এখানেই আছি, আমি ফিরে এসেছি যেখানে আমার থাকা উচিত। আবারও এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে তৈরি আমি।”

এছাড়াও শেষে স্যার অ্যালেক্স ফার্গুসনের উদ্দেশে বলেন,” এটা আপনার জন্য সম্ভব হল।”
He's back.#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) August 31, 2021
আরও পড়ুন:ক্রিকেটকে বিদায় জানালেন ডেল স্টেইন, অবসরের কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়
