কুমিরের ‘ক্লোজ শট’ ছবি তুলতে জলাভূমির উপর ড্রোন(drone) ওড়াচ্ছিল পর্যটকরা। সেই গন্তব্য এক লাফে মুখে পুরলো কুমির(crocodile) বাবাজি। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শিকার ধরার কুমিরের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছেন খোদ গুগলের সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লোরিডাতে(Florida) এক জলাভূমির ওপর ড্রোন ওড়াচ্ছেন বেশ কয়েকজন পর্যটক। তখন পর্যটকদের মনে ইচ্ছে জাগে কুমিরে ভর্তি ওই জলাভূমিতে কুমিরের হাঁ করা একটি ক্লোজ শট ছবি তোলার। যার ফলে ড্রোনটিকে জলের অত্যন্ত কাছে নিয়ে আসা হয়। এরপর ড্রোনটিকে নিয়ে কুমিরের এর সঙ্গে খেলায় মাতেন তারা। আর ঠিক তখনই লাফের ড্রোনটিকে মুখে পড়ে কুমির। উড়ন্ত ওই বস্তুটিকে শিকার ভেবে গিলে ফেলার চেষ্টা করে কুমিরটি। তখনই ইলেকট্রনিক্স ড্রোনটিতে আগুন ধরে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে কুমিরের মুখের ভেতর থাকা ড্রোনটিতে আগুন লেগে রীতিমতো ধোঁয়া বের হতে শুরু করে।

Alligator snatches drone out of the air and it promptly catches fire in its mouth https://t.co/vDfidrrhsz
— Chris Anderson (@chr1sa) September 1, 2021
আরও পড়ুন:ভোটের জন্য তৈরি থাকুন, যে কোনও দিন ঘোষণা: মুখ্যসচিবদের বৈঠকে জানাল কমিশন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই বহু মানুষ ওই পর্যটকদের শাস্তির দাবি করেছেন। কেউ লিখেছেন এটা রীতিমতো নৃশংসতা। অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত। কারো মতে আবার, পশুপাখিদের এলাকাতে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা উচিত সরকারের। ছবি দিয়ে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।