Thursday, November 13, 2025

CPIM বাম শরিকদের অবজ্ঞা করার জন্যই নির্বাচনী বিপর্যয়, দাবি ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

রাজ্যে বামেদের ভরাডুবির জন্য ফের সরাসরি সিপিআইএম-কে দায়ী করল ফরওয়ার্ড ব্লক। তারা মনে করে, একটা সময় যে গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে ক্ষমতায় এসেছিল বামেরা, দীর্ঘ ৩৪ বছর বাংলার বুকে রাজত্ব করেছিল, সেই বামেরাই, মূলত সিপিআইএম গরিব মানুষের জন্য যথাযথ আন্দোলনের পথ থেকে সরে আসাতেই ভোটের ফলাফলে এই ব্যাপক বিপর্যয়।অন্তত ফরওয়ার্ড ব্লকের দলীয় নির্বাচনী ফল
পর্যালোচনায় এমন বিশ্লেষণই উঠে এসেছে।

আরও পড়ুন:সরছেন সূর্য, CPIM রাজ্য সম্পাদক পদের দৌড়ে এই চার নেতা

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘শ্রেণিগত অবস্থান থেকে ক্রমশ সরে গিয়েছে বামেরা। তার ফলেই এই ভয়ানক বিপর্যয় হয়েছে। আর সেই জায়গায় মাথাচাড়া দিয়েছে মেরুকরণের রাজনীতি।’’ একইসঙ্গে বামেদের সাংগঠনিক বেহাল দশার কথাও মেনে নিয়েছেন নরেনবাবুরা।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠকে বাংলায় নির্বাচনের ফল নিয়ে বিশদ পর্যালোচনা হয়েছিল সেখান থেকে রাজ্যের প্রায় ১০০টি বিধানসভা আসনের ফলকে নমুনা হিসেবে ধরে সমীক্ষা করিয়েছে নেতৃত্ব। আর তাতে দেখা যাচ্ছে, অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ ক্ষেত্রেই বুথ স্তরে বামেদের কমিটি বা কাজ করার মতো লোক ছিল না। সব মিলিয়ে হয়তো ৬৫ শতাংশ এজেন্ট দেওয়া গিয়েছিল। আসলে বাম শরিক দলগুলিকে উপেক্ষা করে কংগ্রেস এবং আইএসএফ উপরে সিপিএমের বেশি নির্ভরতাও বিপদ ডেকে এনেছে বলে ফের উল্লেখ করেছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। বাম দলগুলিকে উপেক্ষা করে কংগ্রেস এবং আই এস এফ এর ওপর বেশি নির্ভর করেছিল বলেই সাধারন মানুষ ও বাম সমর্থকরা তা মেনে নেয়নি। বাম দলগুলিকে অবজ্ঞা করার কারণেই মানুষ প্রত্যাখ্যান করেছে। এর আগেও একই কথা বলে ফরওয়ার্ড ব্লক জানিয়েছিল, আগামীদিনে ফ্রন্টের মধ্যে থাকলেও কোনও মোর্চায় তারা নেই।

advt 19

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...