Saturday, December 27, 2025

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এন্টালির “গো-হারা” প্রিয়াঙ্কা! তুঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

Date:

Share post:

বাঘের মুখে কে পড়তে চায়। তাই প্রথমে শোনা যাচ্ছিল, ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। কে আর যেছে নিশ্চিত পরাজয়কে সঙ্গী করতে চায়! কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে প্রার্থী না দিলে আবার দলের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনজীবী যুবনেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঠেলে দিয়েছে গেরুয়া শিবির। ভবানীপুরে মুখরক্ষায় অবাঙালি ভোটের যদি কিছুটা টানা যায়, তাই প্রিয়াঙ্কাকে দাঁড় করানো।

প্রিয়াঙ্কার অতীত রেকর্ড কী?

আগে একবার কলকাতা পুরভোটে দাঁড়িয়ে হেরে ছিলেন প্রিয়াঙ্কা। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে দাঁড়িয়ে ছিলেন।। নিজের বিধানসভা এলাকায় একটি অভিজাত আবাসনের বিরাট ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রীতিমতো কর্পোরেট ধাঁচে “ওয়ার রুম” খুলেছিলেন প্রিয়াঙ্কা। পেশাদার লোকেদের দিয়ে আইটি সেল বানিয়ে ছিলেন শুধুমাত্র এন্টালি বিধানসভার জন্য। ভোটের অনেক আগে থেকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ক্যাডারদের সর্বক্ষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের স্বর্ণকমল সাহা। ২০১১ থেকে টানা তিনবার তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়ক। তাঁকে হারানোর জন্য সর্বশক্তি লাগিয়ে ছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর দল। কিন্তু ২ মে গণনার শেষে এন্টালির ছবিটা ছিল এরকম। অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও ৫৮ হাজার ২৫৭ ভোটে হেরে ছিলেন। যা কে বলে “গো-হারা”!

স্বর্ণকমল সাহার প্রাপ্ত ভোট ছিল- ১,০১,৭০৯ (৬৫%)
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রাপ্ত ভোট ছিল- ৪৩,৪৫২ (২৮%)

এহেন প্রিয়াঙ্কা এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী। তৃণমূল চাইছে ৩ অক্টোবরে ফলাফল ঘোষণার পর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যাতে অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। অন্যদিকে, রাজনৈতিক মহল বলছে, এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার ভবানীপুর উপনির্বাচনে হারের ব্যবধান বিধানসভায় হারের অঙ্কের চেয়ে আরও বেড়ে যাবে।

এমন প্রার্থীকে নিয়ে বিজেপির নিচুতলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একাধিক পদাধিকারীর বক্তব্য, জেলার যোগ্য বাঙালি প্রার্থী ছিল। কেন এভাবে বাইরে থেকে অবাঙালি প্রার্থী ও পর্যবেক্ষক চাপিয়ে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। শুধু প্রার্থী নন, ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পক্ষে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পেয়েছেন আরেক অবাঙালি। তিনি বারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং। এই বিষয়টি নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ ভবানীপুর তথা দক্ষিণ কলকাতার নিচু তোলার কর্মীরা।

advt 19

 

spot_img

Related articles

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা। শুক্রবার...

শনিবার থেকে শুরু এসআইআরের হেয়ারিং পর্ব, সই-ছবিতেই জোর কমিশনের

শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত...

সিনিয়র সিটিজেন সলমন, জন্মদিনের পার্টিতে বলিউড নক্ষত্রদের সঙ্গে হাজির ধোনিও

শাহরুখ খানের পর সলমন(Salman Khan ),সিনিয়র সিটিজেনের তালিকায় আরও এক বলিউড নক্ষত্র। ক্যালেন্ডারের পাতা বলছে শনিবার ২৭ ডিসেম্বর...

চোট কাটিয়ে নেটে ছন্দে শ্রেয়স, কবে ফিরছেন জাতীয় দলে?

নতুন বছরের শুরুতেই ২২ গজে ফিরছেন শ্রেয়স আইয়ার!(Shreyas Iyer ) চোট সারিয়ে দ্রুত ২২ গজে ফিরতে জোরকদমে প্রস্তুতি...