Friday, August 22, 2025

ভবানীপুর উপনির্বাচন: ষড়যন্ত্রের জবাবে রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে সাজ সাজ রব তৃণমূলে। হবে নাই বা কেন, প্রার্থী খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় নিশ্চিত। তবে শাসক শিবিরের কাছে এই ভোট শুধু নিরীহ একটা উপনির্বাচন নয়, বরং এই ভোট ষড়যন্ত্রের জবাব। আত্মমর্যাদার লড়াই। অশুভ শক্তিকে বিনাশের ডাক। তাই শুধু জয় নয়, নজিরবিহীন মার্জিন চাইছে ঘাসফুল শিবির। তাই নির্বাচন ঘোষণার পর থেকে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলস্তরের কর্মীরা। নন্দীগ্রামে কীভাবে ষড়যন্ত্রের বলি হয়েছেন, কর্মিসভাতেই তা তুলে ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। জেতা ম্যাচ কার্যত গায়ের জোরে হারিয়ে দেওয়া হয়েছিল। এবার জবাব তিনি দিতে চান ভোটবাক্সে। ভবানীপুরের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। ২০১১ সালের পরিবর্তনের বছরে উপনির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও ভবানীপুর তাঁকে বিপুল সমর্থন জানিয়েছে। এবারও সেটাই হবে। নন্দীগ্রামের ষড়যন্ত্রের জবাব দেবে ভবানীপুর।

আরও পড়ুন:ত্রিপুরা : অভিষেকের পদযাত্রা ঘিরে উদ্দীপনা, বুথভিত্তিক মহিলা সংগঠনের ডাক দিয়ে কর্মিসভা

রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি। ভবানীপুরের ৮ ওয়ার্ডে দ্বিমুখী প্রচার কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। “ভবানীপুর নিজের মেয়েকে চায়”, তাই ঘরের মেয়ের হয়ে প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূলের মহিলা ব্রিগেড। ওয়ার্ড পিছু প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট স্ট্রিট কর্নার, সকাল-সন্ধ্যা ডোর-টু-ডোর দলের প্রথমসারির নেতাদের। কোভিড বিধি মেনে পাঁচজন করে দলে ভাগ হয়ে তাঁরা যাবেন মানুষের বাড়ি-বাড়ি। এখনও পর্যন্ত ঠিক রয়েছে প্রতিটি ওয়ার্ডে ৬টি করে স্ট্রিট কর্নার হবে। আটটি ওয়ার্ডে সেক্ষেত্রে সবমিলিয়ে প্রায় ৫০টি ছোট ছোট সভা হবে। এই সভাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে ২০ জন তারকা প্রচারক বক্তব্য রাখবেন। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর পাড়ায় একটি কর্মিসভা করছেন তাঁর ভাই তথা দলের ‘জয়হিন্দ বাহিনী’র সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশ মেনে সন্ধ্যা ৭টার মধ্যে শেষ হবে প্রচার পর্ব। যেহেতু ভবানীপুরে বহুভাষী মানুষের বাস, তাই বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হয়েছে লিফলেট।
একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বড় ব্যবধানে জিতলেও ৮টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিরোধীরা। তাই ওই এলাকায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে, তা প্রতিদিন বসে ছকে নেওয়া হচ্ছে।

শুধু রাজ্য নয়, ভবানীপুর উপনির্বাচনে নজর গোটা দেশের। তাই নেহাত একটা উপনির্বাচন হলেও এই ভোটের তাৎপর্য অপরিসীম। বিজেপির হাত থেকে দেশকে বাঁচানোর ডাক। তৃণমূলনেত্রী বলেছেন, একদিকে দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে বিজেপি, অন্যদিকে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের ক্রমাগত দামবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। কর্মসংস্থান, সার্বিক উন্নয়নে বাংলা যখন দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করছে, তখন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘আচ্ছে দিন’ এনে দিতে পারেনি।

তৃণমূল নেত্রীর আক্ষেপ, তিনি নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলাম, সেটা অপরাধ নয়। সেখানকার সাধারণ মানুষ তাঁকে অনুরোধ করেছিল। নন্দীগ্রামের প্রতি তাঁর একটা আলাদা আবেগ থাকে সবসময়। এবার নন্দীগ্রামের জবাব দিতে চান ভবানীপুরে। তার জন্য চাই সকল মানুষের সমর্থন। কিন্তু উপনির্বাচনের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে অনীহা থাকে। এবার তাই সকল মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দেন, সেটাই লক্ষ্য তৃণমূলের। ভবানীপুরের বুকে নতুন ইতিহাস গড়তে শাসক চায় রেকর্ড মার্জিন। কারণ, এ শুধু নিরীহ উপনির্বাচন নয়, ষড়যন্ত্রের জবাব, আত্মমর্যাদার লড়াই।

advt 19

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...