অজানা জ্বরে উত্তরবঙ্গে বহু শিশু আক্রান্ত হচ্ছে। তাদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য সতর্ক স্বাস্থ্য দফতর। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি-হওয়া শিশুদের জন্য বাড়ানো হল আরও ৭৬টি শয্যা। পেড্রিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৬০ ও কোভিড ব্লক ১-এ হাই ডিপেন্ডেন্সি ইউনিটের ১৬ বেড, ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের জন্য বরাদ্দ করা হল।

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনায় তৈরি হয়েছিল এই পেড্রিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট। করোনার বদলে ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শিশুদের জন্য তৈরি পেড্রিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটকে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সাংবাদিক বৈঠকে হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক জানালেন, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে অসুস্থ শিশুদের জন্য আগেই শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। এবারে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি কোভিড ওয়ার্ডটিকেও ব্যবহার করা হবে। পাশাপাশি হাসপাতালের কোভিড ব্লক ১-এ হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (এইচডিইউ) ১৬ শয্যাবিশিষ্ট ওয়ার্ডটিও শিশুদের জন্য আপাতত বরাদ্দ করা হল। এদিন নতুন করে ভর্তি হওয়া পাঁচ শিশুর রক্ত ও লালারসের নমুনা পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নির নাম ঘোষণা করল কংগ্রেস
