এখনও জল নামেনি, মুখ্যমন্ত্রীর একবালপুরের সভা বাতিল; ভবানীপুরে বুধবার দুই সভা

টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ অংশ। এবার সেই জমা জলই বাধা মুখ্যমন্ত্রীর প্রচার সভায়। ভবানীপুর উপনির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই সপ্তাহে টানা প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।কিন্তু এখনও এলাকা যেভাবে জলবন্দি, তাতে প্রচার কার্যত অসম্ভব।

মঙ্গলবার বিকেল থেকেই ভবানীপুর বিধানসভায় প্রচারে নামার কথা ছিল।কিন্তু জল জমে থাকায় একবালপুরের ইব্রাহিম রোডে  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সভা বাতিল হল। জোড়া ঘূর্ণাবর্তের জেরে গত ২৪ ঘন্টায় শহরে যে পরিমান বৃষ্টিপাত হয়েছে, গত ১৩ বছরে সেপ্টেম্বর মাসে এরকম বৃষ্টি দেখেনি কলকাতা। শহরের সমস্ত পাম্প চালিয়েও শহরের সব জায়গার জল নামানো যায়নি৷ একবালপুর, মোমিনপুর, খিদিরপুরের বিভিন্ন এলাকায় জল রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জল বের করা যায়নি।

আরও পড়ুন – বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

মন্ত্রী ফিরহাদ হাকিম সহ স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতৃত্ব দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। দলনেত্রীকেও পরিস্থিতি সম্পর্কে জানান ফিরহাদ৷ এরপরই পরিস্থিতি বিবেচনা  করেই শেষ মূহুর্তে সভা বাতিল করা হয়। ঠিক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতিল হওয়া সভাটি বুধবার একই জায়গায় একই সময়ে হবে। হবে। এই সভা শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন চেতলার  নির্বাচনী সভায়।

 

advt 19

 

Previous articleফের রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি, উদ্ধার ১১৯ টি পর্ন ভিডিও
Next articleআরসিবিকে হারিয়ে এখনই জয়ের আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক