সুদানে সামরিক অভ্যুত্থান চেষ্টার মাথা সহ গ্রেফতার ৪০

সুদানে সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর আজ মঙ্গলবার সামরিক  নেতাদের গ্রেফতার করা হয়েছে।সেনা কর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সামরিক অভ্যুত্থান চেষ্টা করা নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুদান সরকারের এক মুখপাত্র। ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের অবশিষ্টাংশ এই চেষ্টায় অংশ নিয়েছিল। সুদানে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জন সেনা কর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর
সামরিক মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান বলেছেন, গতকাল সোমবার দেশজুড়ে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। সামরিক বাহিনী দ্রুত এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে বলেও জানানো হয়েছে।

 

advt 19

 

Previous articleঢাকের তালে কোমর দুলিয়ে মমতার সমর্থনে অভিনব প্রচার রঙিন মদনের
Next articleপ্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর