Sunday, November 9, 2025

তিনটি পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

Date:

Share post:

তিনটি পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মোথাবাড়ি থানার সারাফত এলাকায়। প্রৌঢ়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম সিদ্দিকী সেখ (৬০)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

 

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হবিপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। সেখানেও

মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে । এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ গত কালকে দুপুরে বাড়ি থেকে গ্রামে খাবার জল আনতে গিয়েছিলেন সেই সময় রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। না বুঝতে পেরে ওই এলাকার তুলসী মন্ডল নামে(৩৭) বছরের এক গৃহবধূ পা দিয়ে দেয়। তার চিৎকারে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরাও। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাজল গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবার সহ গোটা গ্রামে।

 

তৃতীয় ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজোল থানার নরসিংহডাঙ্গা এলাকায়। সেখানে গতকাল বিকেলে অন্যান্য দিনের মতো জমিতে চাষ করতে গিয়েছিলেন(৩৮) বছর বয়সে হরপ্রসাদ ভট্টাচার্য নামে এক কৃষক। সেখানে ট্রান্সফারমার তার ছিঁড়ে পড়ে ছিল। হাত দিতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তার চিৎকারে আশপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আসেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই কৃষকের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা গ্রামে।

advt 19

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...