চেলসির গোলরক্ষক কোচ এবার ইস্টবেঙ্গলে

একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)। এবার চেলসির( Chelsea) গোলরক্ষক কোচ লেসসি ক্লিভলিকে(Leslie Cleevely ) নিয়ে আসলো তারা। অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়দের অনুশীলনে শান দিতে ক্লিভলিকে নিয়ে আসল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ক্লিভলির আসার কথা খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল।

সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচের দায়িত্ব পালন করেছেন। ইংরেজ এই প্রশিক্ষক একাধিক অ্যাকাডেমিতে হেড কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির গোলকিপার কোচ ছিলেন ক্লিভলি। এছাড়াও  প্রশিক্ষণ করিয়েছেন টটেনহ্যাম হটস্পার, ফুলহ্যাম, সাউদাম্পটনের মত বড় বড় ইংরেজ ক্লাবও।

আরও পড়ুন:দলের বোলিং নিয়ে খুশি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ