Wednesday, November 12, 2025

ভবানীপুর: ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে বিজেপি, ‘৩-০’ ছোট্ট টুইটে পাল্টা কুণাল

Date:

Share post:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। নিরাপত্তার দিকে নজর রেখে এই কেন্দ্রে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে ফিরহাদ হাকিম(firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায়কে(Subrata Mukherjee) আটক করার দাবি জানানো হয়েছে। তবে বিজেপি একের পর এক অভিযোগে সরব হয়ে উঠলেও গেরুয়া শিবিরকে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূল(TMC)। এদিন ছোট্ট টুইটে অন্তত সেই বার্তাই দিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

 

বৃহস্পতিবার সকালে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে টুইটে ভোটদানের আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একই রকম ভাবে টুইট করেছিলেন আরেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর সেই টুইটকে হাতিয়ার করেই কমিশনে বিজেপির অভিযোগ ফিরহাদ হাকিমরা ভবানীপুরের মানুষকে প্রভাবিত করছেন। শুধু তাই নয়, নির্বাচন কেমন চলছে তা দেখতে ভবানীপুরের বিভিন্ন বুথে ফিরহাদের যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, বুথে বুথে গিয়ে মানুষকে প্রভাবিত করছেন তিনি। অবিলম্বে তাকে আটক করা হোক। যদিও তৃণমূলের তরফে পালটা জানানো হয়েছে, ফিরহাদ হাকিম ওই কেন্দ্রের ভোটার সুতরাং নিজের কেন্দ্রে তার চলাচলে কোনো বাধা থাকতে পারে না। এবং যে টুইটকে হাতিয়ার করে বিজেপি কমিশনে অভিযোগ জানাচ্ছে তার কোনো ভিত্তি নেই। ওই টুইটে কোন দলকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়নি। আসলে হার নিশ্চিত বুঝে মিথ্যা কারণ খাড়া করে বাজার গরম করতে চাইছে ওরা।

এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যখন উত্তাল হয়ে উঠেছে ঠিক সেই সময় ছোট্ট একটি টুইট করতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। এবং টুইটে তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন, বঙ্গে আজ যে ৩ কেন্দ্রে নির্বাচন হচ্ছে তাতে বিজেপিকে গুরুত্ব দেওয়ার কোনও জায়গা নেই। সকাল থেকে চলতে থাকা এই সকল বিতর্ককে ফুৎকারে উড়িয়ে টুইটে তিনি লিখলেন, “বেশি কথার কিছু নেই। আজ আবার ৩-০”। অর্থাৎ স্পষ্টভাবে না বললেও কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন, বঙ্গের ৩ নির্বাচন কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে চলেছে ঘাসফুল শিবির।

advt 19

 

spot_img

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবন কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...