টানা বৃষ্টির জেরে প্রায় ৫০ দিন ধরে জলমগ্ন হাওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বামনগাছি এলাকা। এলাকার প্রতিটি ঘরে ঘরেই জল ঢুকে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দৈনন্দিন কাজকর্ম সারতে প্রতিনিয়তই প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছে ওই ওয়ার্ডের বাসিন্দাদের। পাশাপাশি শিশুদের নানারকম শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। কোথাও জমে রয়েছে হাঁটু জল, তো আবার কোথাও গোড়ালি ডোবা জল। এই জলযন্ত্রণায় নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয়রা।

এই জলযন্ত্রণার প্রতিবাদে সরব হন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এদিন হাওড়ার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওই জমা জলেই একটি চেয়ার নিয়ে ধর্ণায় বসে পড়েন তিনি। যতক্ষণ না পর্যন্ত এই এলাকার জলমগ্ন দশার কোনও উন্নতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ওখানে ওভাবেই বসে থাকবেন বলে জানান। বিধায়কের এমন সক্রিয়তায় নড়েচড়ে বসে হাওড়া পুরসভা। এরপরই পুরসভার তরফে দু’টি পাম্প ও একটি সাকসান যন্ত্র এলাকায় পাঠানো হয়। সেগুলি দিয়ে জমা জল বের করার কাজ শুরু করা হয়। এর পর ধর্ণা তুলে নিয়ে এলাকায় সেই কাজ তদারকি করে দেখেন বিধায়ক। দুর্দশার সময়ে বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।


আরও পড়ুন- এবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর
