উইমেন্স বিগ ব্যাশ লিগে ভারতের রিচা ঘোষ

উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেন রিচা ঘোষ( Richa ghosh)। হোবার্ট হারিকেন্স ফ্র্যাঞ্চাইজি তুলে নিল এই ভারতীয় ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার লিজি লির পরিবর্ত হিসেবে নির্বাচিত হয়েছেন রিচা।

১৮ বছর বয়সী এই বাঙালি ক্রিকেটার ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার সুযোগ পেলেন। আসন্ন উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলবেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রাধা যাদব,জেমাইমা রডরিগেজ এবং হরমনপ্রীত কৌর ।

সুযোগ পেয়ে রিচা বলেছেন,”আমি খুবই উচ্ছ্বসিত এই বছর উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলতে পারব বলে। আমি হারিকেন্সদের কাছে কৃতজ্ঞ এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমি মুখিয়ে থাকব তাসমানিয়ায় এসে আমার নতুন সতীর্থদের সাথে আলাপ করার জন্য।”

গত বছর ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের হয়ে অভিষেক করেন রিচা। এরপর খেলেছেন টি-২০ বিশ্বকাপেও। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৫০ ওভারের ফর্ম্যাটে অভিষেক করেন রিচা ঘোষ।

আরও পড়ুন:তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক হাতছাড়া অতনু-দীপিকার


 

Previous articleএবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর
Next articleদু’মাস ধরে জলমগ্ন এলাকা, প্রতিবাদে জলের মধ্যেই ধর্ণায় বসে পড়লেন তৃণমূল বিধায়ক