Sunday, January 11, 2026

করোনায় মৃতের পরিবারকে আবেদনের ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিক রাজ্যগুলি, এমনই প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রস্তাবে এবার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, অন্য জনকল্যাণমূলক প্রকল্পের থেকে ক্ষতিপূরণের এই কর্মসূচি একবারেই আলাদা। এছাড়াও সুপ্রিম কোর্টে নির্দেশ, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে মৃতের পরিবারকে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণের এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। একইসঙ্গে আদালত কোভিডে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রূপরেখা তৈরি করতে ছয় সপ্তাহ সময় দিয়েছে।
এই সংক্রান্ত একটি মামলায় গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সেখানে হলফনামায় উল্লেখ করা হয়, রাজ্য সরকারগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। কোনও রাজ্য সরকার চাইলে এর থেকে বেশিও দিতে পারে। এতেই এবার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট।
কোভিডে মৃতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন? এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে মৃত্যুর সার্টিফিকেট ও প্রযোজনীয় নথি জমা দিতে হবে পরিবারকে। সমস্ত নথি খতিয়ে দেখে গোটা প্রক্রিয়া সম্পন্ন করবে জেলা বিপর্যয় মোকাবিলা প্রশাসন। এছাড়াও আদালতের হলফনামায় বলা হয়েছে, নথি জমার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিবারকে দেওয়া হবে। আধার লিঙ্ক রয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি দেওয়া হবে টাকা।

advt 19

 

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...