B-তে ভবানীপুর B-তে ভারত। উপনির্বাচনের প্রচারে ভবানীপুর থেকেই ভারত জয়ের যাত্রা শুরু করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরকে “মিনি ইন্ডিয়া” বলেও সম্বোধন করেছিলেন। ভবানীপুর যেন “নানা ভাষা নানা মত নানা পরিধানের” এক সহাবস্থান। আর আপাত-নিরীহ একটি উপনির্বাচন হলেও, এখানে নজর ছিল গোটা দেশের।

আরও পড়ুন-রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার
তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ের পর গোটা দেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব টুইট করে শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল নেত্রীকে।

এর মাঝেই মুখ্যমন্ত্রীকে টুইট করে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইটে লেখেন, “এমন জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন জানাই। তাঁর রাজনৈতিক মতাদর্শকে সমর্থন না করলেও তিনি আমারও মুখ্যমন্ত্রী। এই নির্বাচনের ফলাফল নিয়ে পরে অনেক কিছু জানাবো।” টুইটের শেষে তথাগত রায় লেখেন, “জো জিতা ওহি শিকন্দর।”

Congratulations to Mamata Banerjee for her victory. I don’t support her politics,but she is my Chief Minister,too.
I shall have a few takes on this election result in the next few days. Meanwhile,congrats again. Nothing succeeds like success. Jo jeeta woh hi Sikandar.— Tathagata Roy (@tathagata2) October 4, 2021