রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮,৮৩৫ ভোটে জয়ী হন তিনি। তাঁর এই জয়ের পর বিরোধী দলনেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই মর্মেই মুখ্যমন্ত্রী তাদের সকলকেই তাদের বার্তা তুলে ধরে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।

ডিএমকে সাংসদ কানিমোঝি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন ‘উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অভিনন্দন। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অবস্থান ধরে রাখেননি বরং ধর্মনিরপেক্ষ শক্তির উপর আশাও রেখেছেন।’

অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এটি ‘মমতা দিদি জি’র জয়
র এটাই ‘সত্যমেব জয়তে’ রীতি।’

আরও পড়ুন:  দেবী পক্ষে বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী

এনসিপি প্রধান শরদ পাওয়ার লিখেছেন, ‘ভবানীপুর উপনির্বাচনে জয়লাভের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন।’

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন‘ ভবানীপুরের নির্বাচনে তার দুর্দান্ত নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তাঁর জয় গণতান্ত্রিক স্বার্থ রক্ষার ইচ্ছা এবং সংকল্পের একটি বিবৃতি।’

advt 19

 

Previous articleদেবী পক্ষে বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী
Next article“জো জিতা ওহি শিকন্দর”! মমতাকে শুভেচ্ছা জানিয়ে তথাগত বললেন “উনি আমারও মুখ্যমন্ত্রী”