দেবী পক্ষে বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী

ভবানীপুর উপনির্বাচনে প্রত্যাশামতোই রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাংবিধাবিক রীতি মেনে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার ঠিক পরের দিনই বিধায়ক হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণত উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করান বিধানসভার স্পিকার। আর সেই অনুষ্ঠানের অনুমোদন দেন রাজ্যপাল। তাই রাজ্যপাল জগদীপ ধনকড় অনুমতি দিলে স্পিকার শপথ গ্রহণ করাতে পারবেন ভবানীপুর উপনির্বাচনে জয়ী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল চাইলে নিজেও শপথ গ্রহণ করাতে পারেন।

কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপালের তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়কে কিছু জানানো হয়নি। এদিনই বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

advt 19

 

 

Previous articleএখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড
Next articleরেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার