Sunday, May 4, 2025

ভারতে কয়লা মজুদের আর মাত্র চার দিন বাকি, বিদ্যুৎ সংকট আরও গভীর

Date:

Share post:

ভারতের কয়লা সরবরাহের উপর ক্রমবর্ধমান চাপ বিদ্যুৎ সংকট সৃষ্টি করছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গত মাসের শেষের দিকে গড়ে চার দিনের জ্বালানি মজুদ ছিল। যা বছরের সর্বনিম্ন স্তর।

প্রায় ৭০ শতাংশ কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। স্পট পাওয়ারের হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জ্বালানি সরবরাহ অ্যালুমিনিয়াম স্মেল্টার এবং স্টিল মিলসহ মূল গ্রাহকদের কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

চিনের মতো ভারতও দুটি প্রধান চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। মহামারী পর শিল্প ক্রিয়াকলাপ পুনরুদ্ধারের ফলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় কয়লা উৎপাদনে মন্দা। ভারত স্থানীয়ভাবে তার চাহিদার প্রায় তিন -চতুর্থাংশ পূরণ করে, কিন্তু ভারী বৃষ্টির কারণে খনি এবং মূল পথ কার্যত ভেসে গিয়েছে।

কয়লাভিত্তিক প্ল্যান্টের অপারেটররা একটি সংকটের সম্মুখীন হচ্ছে–দেশীয় নিলামে বড় ধরনের প্রিমিয়াম পরিশোধ যেকোনো উপলভ্য স্থানীয় সরবরাহ বা সমুদ্রের কয়লা বাজারে প্রবেশ করতে পারে। যেখানে দাম অনেক গুণ বেড়েছে। ইতিমধ্যেই, নিষ্ক্রিয় বিদ্যুৎকেন্দ্রগুলিকে আবার কাজে লাগানোর জন্য ভারত সরকার নির্দেশিকা জারি করছে।

ক্রেডিট রেটিং ফার্ম ক্রিসিল লিমিটেডের পরিচালক প্রণব মাস্টার বলেন, “যতক্ষণ না সরবরাহ সম্পূর্ণরূপে স্থিতিশীল হয়, আমরা বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা দেখছি। অন্যত্র গ্রাহকদের বিদ্যুতের জন্য বেশি অর্থ দিতে বলা যেতে পারে। বৃষ্টি কমে গেলে পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছে।”

আরও পড়ুন: সরকারি ঘরের মালিক মহিলারা: লখনউয়ে ‘স্বাধীনতার অমৃত মহৌৎসবে’ মোদি

সরকারি তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসের শেষে ভারতীয় বিদ্যুৎকেন্দ্রে কয়লার সংগ্রহ প্রায় ৮.১ মিলিয়ন টনে নেমে এসেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ৭৬ শতাংশ কম। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেডের স্পট পাওয়ারের গড় দাম সেপ্টেম্বরে ৬৩ শতাংশর বেশি বেড়ে ৪টাকা ৪পয়সা প্রতি কিলোওয়াট হয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, অর্থনীতি ২০২২ সালের মার্চের মধ্যে বছরে ৯.৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক বছরে জ্বালানির ব্যবহার বাড়বে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে।

ভারতের কয়লা সচিব অনিল কুমার জৈন বলেন, বর্তমানে কয়লা খাদানে বৃষ্টির জেরে জল জমে থাকার জন্য প্রতিদিন  ৬০ হাজর থেকে ৮০ হাজার টন কয়লা বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা যাচ্ছেনা। তিনি বলেন, গত মাসে দেশের পূর্বে কয়লা খনির একটি প্রধান কেন্দ্র ধানবাদে অস্বাভাবিক ভারী বর্ষণ পরিস্থিতি আরও খারাপ করেছে।

ভারতে বিদ্যুৎকেন্দ্রের ঘাটতি মেটাতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পর্যাপ্ত কয়লা সরবরাহ বাড়িয়ে তোলা উচিত যদিও এটি আবহাওয়ার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন কয়লা সচিব। তবে কয়লা পুনরায় মজুদ করতে অনেক বেশি সময় লাগবে।
advt 19

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...