টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup)নতুন নিয়ম আনল আইসিসি( icc)। ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রথম বারের জন্য টি-২০ বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে এল আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপে থাকবে ডিআরএস পদ্ধতি।

আইসিসির তরফে থেকে এদিন জানানো হয়েছে যে, “এবারের টি-২০ বিশ্বকাপে প্রতি ইনিংসে দু’টি করে ডিআরএস নিতে পারবে ক্রিকেট দলগুলি। আইসিসির তরফ থেকে এও জানানো হয়েছে, বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত করে ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার করতে হলে অন্তত পাঁচ ওভার খেলা হতেই হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ১০ ওভার খেলা হলে তবেই এই নিয়ম ব্যবহার করা যাবে।”
২০১৬ সালে শেষ বার খেলা হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেই সময় ছিল না এই ডিআরএস পদ্ধতি। তবে ২০১৮ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপে প্রথম ডিআরএস ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন:সপ্তমীতে লিগের দ্বিতীয় সেমিফাইনাল, ফাইনাল ১৮ অক্টোবর, জানাল আইএফএ
