Sunday, January 11, 2026

বর্ষার দুর্যোগ থেকে স্বস্তি, সপ্তাহান্তেই প্রি উইন্টারের আমেজ

Date:

Share post:

দেবী বিদায় নিলেও রাজ্যে বৃষ্টির বিরাম নেই। যদিও  বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় সূর্যের দেখা মিলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফুলেফেঁপে উঠেছে তিস্তা, জলবন্দি ১০ হাজার পরিবার 

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার তিলোত্তমায় অল্প মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ কালো হয়ে নামতে পারে বৃষ্টি।কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির প্রকোপ বাড়বে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।

এদিকে টানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। মেঘ ভাঙা বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তবে বুধবার রাত থেকে নতুন করে আর বৃষ্টি হয়নি ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে। যার ফলে জলস্তর অনেকটাই নেমে গিয়েছে। কিছুটা হলেও স্বস্তিতে ডুয়ার্সবাসী।যদিও এখনও কালো মেঘ সরেনি। বেলা বাড়লেই পুণরায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে শুক্রবার পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই এই দুর্যোগ মেটার আভাস মিলেছে। সপ্তাহান্তেই বিদায় নেবে বর্ষা। তবে আগামীকাল থেকে ২৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমবে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। ফলত শহরে প্রি উইন্টার দেখা যাবে ২২ তারিখ থেকেই।তবে পাহাড়ে শীত আসতে এখনও দেরি হবে।
advt 19

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...