ফুলেফেঁপে উঠেছে তিস্তা, জলবন্দি ১০ হাজার পরিবার 

খায়রুল আলম, ঢাকা

অতিবৃষ্টি ও উজানের জলে ফুলেফেঁপে উঠেছে তিস্তা। বিপদসীমার থেকে ৭০ সেন্টিমিটার ওপরে বইছে জল।বানভাসি বিস্তীর্ণ এলাকা। প্রায় ১০ হাজার পরিবার জলবন্দি। প্রায় সব জমিই জলেই তলায়। কৃষকদের ব্যপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিস্তায় জলস্তর বৃদ্ধিতে তিস্তা ব্যারাজের ভাটি এলাকা গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের নোহালী, চর নোহালী, বাগডোহরা, মিনার বাজার, চর বাগডোহরা ও নোহালী সাপমারী, আলমবিদিতর ইউনিয়নের হাজীপাড়া ও ব্যাংকপাড়া, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা মাঝের চর, সাউদপাড়া ও বাবুরটারী, বাঁধেরপাড়. লক্ষিটারী ইউনিয়নের শংকরদহ, পূর্ব ইচলী, জয়রামওঝা, পশ্চিম ইচলী, মহিপুর ও কলাগাছি, গজঘন্টা ইউনিয়নের ছালাপাক, গাউছিয়া, জয়দেব, রমাকান্ত, একনাথ ও কালির চর এবং মর্নেয়া ইউনিয়নের আলাল চর, তালপট্টি চর, হাজির পাড়া, নরসিংহ এবং মর্নেয়া চর এলাকায় প্রায় ১০ হাজার পরিবার জলবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

আরও পড়ুন- বাড়িতে লক্ষ্মী পুজোয় অন্যরূপে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী মিমি

advt 19

 

 

Previous articleবাড়িতে লক্ষ্মী পুজোয় অন্যরূপে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী মিমি
Next articleবাপ্পি লাহিড়ীর বাড়ির লক্ষ্মীপুজোতে তারকা সমাবেশ