Wednesday, May 7, 2025

ডাকাতি কেসের আসামি নিশীথ বিজেপির প্রচারে থাকলে ভোট বাড়বে তৃণমূলের, দাবি উদয়নের

Date:

Share post:

উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম কোচবিহার দিনহাটা। একুশের বিধানসভা ভোটে রাজ্যজুড়ে বিজেপির বিপর্যয় ঘটলেও দিনহাটা আসনটি মাত্র ৫৭ ভোটের অতি সামান্য একটি মার্জিনে জিতে যায় গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও বিজেপি সরকার গঠন করতে না পারায় দিনহাটা থেকে কার্যত ইস্তফা দিয়ে পালিয়ে যান নিশীথ। এবং সেই কারণেই দিনহাটায় অকাল নির্বাচন। দিনহাটার মানুষ ৫ মাস ধরে বিধায়ক না পেয়ে অভিভাবকহীন।

এবার ৩০ অক্টোবর দিনহাটা উপনির্বাচন। এবারও শাসক তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। বিজেপি প্রার্থী অশোক মন্ডল। তবে প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ছেন। বিজেপি প্রার্থী কে ঘিরে সকলের প্রশ্ন, “নিশীথ কোথায়?” আর এমন ঘটনা খুব স্বাভাবিকভাবেই শাসক দলের কাছে রাজনৈতিক হাতিয়ার।

এদিকে বিজেপি তাদের প্রচারকদের তালিকায় নাম রেখেছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। আর এটাই তৃণমূলের বাড়তি সুবিধা বলে দাবি করেছেন উদয়ন গুহ। নিশীথ প্রামানিক দিনহাটায় বিজেপি হয়ে যতই মুখ দেখাবে ততই তৃণমূলের ভোট বাড়বে বলেই দাবি উদয়নের। উপনির্বাচনের আগে এইভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মানুষ কি দুষ্কৃতীকে ভোট দেবে?

তৃণমূলে প্রার্থীর কথায়, “নিশীথ প্রামাণিক প্রচার করতে এলে আখেরে লাভ হবে তৃণমূলেরই। কারণ নিশীথকে মানুষ পছন্দ করে না। ওর জন্যই মানুষ দিনহাটায় বিপদে পড়েছে। এই কেন্দ্র বিধায়কহীন থেকেছে। ফের একবার নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। ওকে দেখলে মানুষ আর ভোট দেবে না। তৃণমূলের সুবিধা হবে।”

এখানেই শেষ নয়। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে উদয়ন গুহ বলেন, “নিশীথ প্রামানিক একটি ডাকাতি কেসের আসামি। রাজনৈতিকভাবে অনেক নেতাদের বিরুদ্ধে মামলা হয়। আমার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। কিন্তু সেগুলি সবই রাজনৈতিক কারণে। আর নিশীথ প্রামানিক একটি ডাকাতি কেসের কুখ্যাত আসামি। একটু সোনার দোকানে ডাকাতি কেসে নিশীথ প্রামাণিকের নাম উঠে এসেছিল। সেটা তাকে প্রার্থী হওয়ার সময় নির্বাচনী হলফনামাতেও জানাতে হয়। এবং কোনও রাজনৈতিক দল নয়, নিশীথের বিরুদ্ধে ডাকাতি মামলা করেছিল সোনার দোকানের মালিক। তখন নিশীথের কোনও রাজনৈতিক পরিচয়ও ছিল না। শুধু দিনহাটা নয়, গোটা কোচবিহারের মানুষ এই ঘটনা জানে। তাছাড়া ও বিধানসভা ভোটে জেতার পর এখানকার মানুষকে ছেড়ে চলে গিয়েছে। সেটা সাধারন বিজেপি কর্মী সমর্থকরাও মেনে নিতে পারছে না। সবমিলিয়ে দিনহাটায় তৃণমূলের জয় নিশ্চিত। তাই আমরা এখনে জয় নয়, ব্যবধান বাড়ানোর জন্য ভোটের ময়দানে প্রচার চালাচ্ছি।”

আরও পড়ুন:এবার চাঙ্কি পান্ডের মেয়ে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ এনসিবি-র

advt 19

 

 

spot_img

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...