Saturday, November 8, 2025

ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে বিজেপির গুন্ডা বাহিনীর হামলা, আক্রান্ত সাংসদ সুস্মিতা

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফের বিজেপির(BJP) গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হল তৃণমূল। ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ জনসংযোগ কর্মসূচি চলাকালীন এদিন আগরতলার আমতলী বাজারে তৃণমূল(TMC) কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি গুন্ডাবাহিনী। তাদের আক্রমণের হাত থেকে বাদ যাননি রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও। ন্যক্কারজনক হামলা চলাকালীন ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকলেও কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা। বিপ্লব রাজ্যে গণতন্ত্রের এমন বেহাল অবস্থার জন্য ধিক্কার জানানোর পাশাপাশি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

জানা গিয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরার মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে জনসংযোগ কর্মসূচি চালু করেছিল ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হয়েছিল ত্রিপুরার জন্য তৃণমূল কর্মসূচি। আগরতলা লেক চৌমহনী বাজার থেকে শুরু হয় এই কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। লেক চৌমহনী বাজার থেকে আমতলী বাজারে তৃণমূলের এই কর্মসূচি পৌঁছলে তাদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। শুরু হয় লাঠি পাশ দিয়ে এলোপাতাড়ি মারধর। ভাঙচুর চালানো হয় তৃণমূলের দুটি গাড়িতে। দুষ্কৃতীদের হামলা থেকে বাদ যাননি তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও। এই ঘটনার পর আমতলী থানায় অভিযোগ দায়ের করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, যেখানে হামলা চালানো হয়েছিল সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। অথচ প্রকাশ্য দিবালোকে মুখে সামান্যটুকু আবরণ ছাড়া যারা এমন হামলা চালিয়েছে বুঝতে হবে তাদের পিছনে রাজনৈতিক ও প্রশাসনিক মদত রয়েছে।

পাশাপাশি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। টুইটে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, “বিপ্লব দেবের গুন্ডারাজে আবারো একটি ন্যক্কারজনক হামলা চালানো হল তৃণমূল কর্মীদের ওপর। লজ্জা! ত্রিপুরা বিজেপি সরকার লাগাতার হামলা চালাচ্ছে আমাদের উপর! বিপ্লব দেবের কাছে গণতন্ত্রের অর্থ কি এটাই? এটাই কি ত্রিপুরার মানুষ প্রত্যাশা করে?”

বিজেপি শাসিত রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের ওপর আক্রমণের ঘটনায় তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে করে তিনি বলেন, “জঙ্গলে রাজত্ব চলছে ত্রিপুরাতে। প্রতিদিন তৃণমূলের নেতাকর্মীদের ওপর লাগাতার আক্রমণ শানানো হচ্ছে আজ একজন মহিলা সাংসদ সুস্মিতা দেবের ওপর হামলা চালানো হলো। এটাই বিপ্লব দেবের শাসনের গণতন্ত্র!” তিনি আরো বলেন, “মানুষ তৃণমূলের পাশে এসে দাঁড়াচ্ছে এই ঘটনায় ভয় পাচ্ছে বিজেপি তাই বারবার আক্রমণ শানানো হচ্ছে আমাদের উপর। তবে এভাবে তৃণমূলকে আটকানো যায় না।” এছাড়াও কেন্দ্রীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনকেও তো তাকে ছাড়েনি কুনাল ঘোষ। তাদের ‘দলদাস’ বলেন তো দেগে, “কোথায় গেল কেন্দ্রের মানবাধিকার কমিশন, মহিলা কমিশন! যাদের উপর হামলা চালানো হয়েছে তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। যান গিয়ে দেখে আসুন ত্রিপুরাতে কী চলছে।”

 

advt 19

 

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...