কথা দিয়েও রাখছে না চিন(China) । একের পর এক চুক্তি বহির্ভূত কাজ করে চলেছে প্রথমে লাদাখ (Ladakh) এবার অরুণাচল প্রদেশ (Arumachol Pradesh) সীমান্ত সমস্যা পুরোপুরি মিটতে না মিটতে বেজিং এবার অরুণাচল প্রদেশ লাগোয়া অস্থিরতা তৈরি চেষ্টা করছে।

গত কয়েকদিন ধরেই অরুণাচল প্রদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় টহলদারি জোরদার করেছে চিনা পিপলস লিবারেশন আর্মি। চিন এখানে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাদের মোতায়েন করেছে । শুধু তাই নয় পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ-এর উচ্চ পদাধিকারী সেনাদের সীমান্ত পরিদর্শনের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লুংরো লা, জিমিথাং এবং বুম লা , পূর্ব সেক্টরের এই তিন এলাকায় চিনের অতিরিক্ত নজরদারি নজরে পড়েছে ভারতীয় সেনার। যদিও এই এলাকা নিয়ে এর আগেও বিবাদে জড়িয়েছে ভারত-চিন। পাশাপাশি জানা গিয়েছে, চিনের তরফে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।

লুংরো লা সেক্টরে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মোট ৯০ বার সেনা টহল চালিয়েছে চিন। ২০১৮ -র জানুয়ারি থেকে ২০১৯ -এর অক্টোবর পর্যন্ত এই টহলের সংখ্যা ছিল মাত্র ৪০। তবে সাম্প্রতিককালে এই টহলের সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় চিনের উপর নজরদারি আরও কড়া করেছে ভারত। এদিকে লাদাখ সংঘর্ষের পর থেকে তাওয়াং ও লংরো লা সেক্টরে চিনের উচ্চপদাধিকারী সেনা অফিসারদের সফরের সংখ্যা বেড়েছে কয়েকগুণ ।









