Tuesday, August 26, 2025

ইমরানের আমন্ত্রণে সাড়া দিয়ে হাসিনার পাক সফর, ভালো চোখে দেখছে না ভারত

Date:

Share post:

স্বাধীনতা লাভের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী(Bangladesh Prime Minister)। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(imran Khan) সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশে আনা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে এই সফরে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরে মোটেই খুশি নয় ভারত সরকার।

জানা গিয়েছে, পাকিস্তান দিবস উপলক্ষে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়ে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে অভিনন্দন পত্রে ইসলামাবাদ এবং অন্যান্য প্রতিবেশীদের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রতিশ্রুতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর পাক সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনা। সরকারিভাবে তাঁর যাত্রার কোনও তারিখ এখনো প্রকাশ্যে আনা না হলেও সূত্রের খবর, আগামী নভেম্বর মাসের ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত তিন দিনের পাকিস্তান সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:আরিয়ান কাণ্ডে এবার মোদিকে চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর ভারতের ভারতের জন্য মোটেই সুখের নয় বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কারণ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-পাক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উন্নত। এই পরিস্থিতিতে পাক বাংলাদেশের কাছাকাছি আসাটা কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য অস্বস্তিকর। এরই মাঝে সম্প্রতি বাংলাদেশের মাটিতে যেভাবে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন চলছে সেই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...