ব্রেকফাস্ট স্পোর্টস

১) টি-২০ বিশ্বকাপের দামামা শেষ করেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলিরা। আর সেই ম‍্যাচে ভরা ইডেনেই সম্ভবত ম্যাচ খেলতে চলেছেন রোহিত-উইলিয়ামসনরা।

২) বিতর্ক কাটিয়ে দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি’কক। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও জানালেন গোটা দলের সঙ্গে।

৩) এবার মহম্মদ শামির  পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড ম‍্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে এসে শামির সমলোচকদের ‘মেরুদন্ডহীন’ বলে উল্লেখ করলেন ভারত অধিনায়ক।

৪) ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর এবং দিলীপ বেঙ্গসরকারকে সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি হসপিটালিটি বক্সের নামকরণ করা হয়েছে গাভাস্করের নামে। ওপর দিকে একটি স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে বেঙ্গসরকারের নামে।

৫) রবিবার টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ম‍্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত । তার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়াকে। সমুদ্র সৈকতে ভলিবলে মাতলেন বিরাট কোহলি , রোহিত শর্মারা। সেই ভিডিও পোস্ট করে বিসিসিআই ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ