Sunday, August 24, 2025

রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) তিনি। এহেন ভিভিআইপি ব্যক্তি প্রকাশ্যে খেয়ে যাচ্ছেন চাবুকের বাড়ি। একটি-দুটি নয়, একের পর এক। একগ্ৰাম লোকের সামনে তার উপর চাবুক চালাচ্ছেন জনৈক এক মধ্যবয়সী। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের(Bhupesh Baghel) এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। যদিও জানা গিয়েছে, এই চাবুকের ঘা তিনি খেয়েছেন ছত্তিশগড়ের(Chattisgarh) দুর্গ জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যবাসীর মঙ্গলকামনায়।

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একহাত প্রসারিত করে পুজোর মাঠে দাঁড়িয়ে রয়েছেন বাঘেল। এবং তাঁর উপর চাবুক চালাচ্ছেন মধ্যবয়সী এক ব্যক্তি। একটি দুটি নয়, পরপর ৮ ঘা। চাবুক মারার পর বাঘেলকে এসে জড়িয়ে ধরেন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রীও তাঁকে। এরপর এই ভিডিও টুইটারে শেয়ার করেন বাঘেল। টুইটে তিনি লেখেন, ‘রাজ্যের মঙ্গল কামনায় আজ জঞ্জগিরিতে সোঁটার মার খাওয়ার রেওয়াজ পালন করলাম। সবার ভাল হোক।’ উল্লেখ্য, কুশের তৈরি বিশেষ এই চাবুকের নাম সোঁটা।

আরও পড়ুন:উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

জানা গিয়েছে, প্রতিবছর দীপাবলির পরের দিন দুর্গ জেলার জঞ্জগিরিতে গোবর্ধন পুজো হয়। স্থানীয়দের বিশ্বাস, পুজোয় কুশের চাবুক দিয়ে কোনও ব্যক্তির হাতে সজোরে আঘাত করা হলে তাঁর সব সমস্যা দূর হবে। সৌভাগ্য ফিরবে। বঘেল সেই ঐতিহ্য মেনেই পুজোয় অংশ নিয়েছিলেন। তবে এই প্রথম নয়। প্রতি বছরই নিয়ম করে এই পুজোয় মুখ্যমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...