Monday, November 10, 2025

দূরদর্শনের রিলে সেন্টার বন্ধ করল কেন্দ্র ,ক্ষুব্ধ সংস্কৃতিপ্রেমীরা

Date:

Share post:

দূরদর্শনের রিলে সেন্টার বন্ধ করল কেন্দ্র। তাদের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ দক্ষিণ দিনাজপুরের সংস্কৃতিপ্রেমীরা। বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণের মতোই চলতি বছরের ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার দূরদর্শনের বালুরঘাট রিলে সেন্টারটি বন্ধের নির্দেশ জারি করে। সেই নির্দেশ মেনেই চলতি বছরের শেষেই কলকাতা, বহরমপুর, কৃষ্ণনগর ও বালুরঘাটের দূরদর্শনের রিলে সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ৩১ ডিসেম্বর সেই নির্দেশ কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন:“দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতাম”, ফের দিলীপকে কটাক্ষ তথাগতর

প্রসঙ্গত,১৯৮০ সালে কেন্দ্রীয় সরকারের তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অজিত পাঁজা বালুরঘাটে দুরদর্শনের রিলে সেন্টারের উদ্বোধন করেন।  কেন্দ্রীয় সরকারও সেই সময় পড়শি ভিন দেশের সংস্কৃতির প্রতি আসক্ত হওয়ার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা মানুষদের বিরত রাখতে এবং দেশীয় সংস্কৃতির প্রতি আকর্ষণ অক্ষুণ্ণ রাখতে দূরদর্শনের মাধ্যমে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা শুরু করে। যে কারণে ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের কাছে দূরদর্শন হয়ে উঠেছিল সাংস্কৃতিক বিনোদনের মাধ্যম। কিন্তু বালুরঘাটে দূরদর্শনের রিলে সেন্টার বন্ধের নির্দেশের খবর চাউর হতেই ক্ষোভ ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

বালুরঘাটের বাসিন্দা তথা জেলার অন্যতম খ্যাতনামা সঞ্চালক সঞ্জয় কর্মকার বলেন, আমরা বালুরঘাটের দূরদর্শনের রিলে সেন্টার বন্ধের তীব্র আপত্তি জানাচ্ছি। তিনি বলেন, দেশের প্রান্তিক জেলা হিসাবে আমরা এমনিতেই দীর্ঘদিন ধরে বঞ্চিত, তার উপরে আমাদের সংস্কৃতি প্রচারের অন্যতম মাধ্যম বালুরঘাটের দূরদর্শনের রিলে সেন্টারটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা সংস্কৃতির বিরুদ্ধে একটি বাজে সিদ্ধান্ত। একাংশের বক্তব্য, বালুরঘাটের দুরদর্শনের রিলে সেন্টারটা বন্ধ না করে  ফোর জি, ফাইভ জি টেকনোলজির মাধ্যমে সরাসরি মোবাইল সার্ভিস করে রিলে স্টেশনগুলিকে পুনরুদ্ধার করা যেত। তাহলে স্টেশন থাকত, কর্মীরাও কাজ করতে পারত এবং আয়ও হত। দূরদর্শনের বালুরঘাট স্টেশনের আধিকারিক অমিতাভ কর্মকার বলেন, হাইপার ট্রান্সফরমিটার ৯০ কিলোমিটার রেঞ্জগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত।  আমাদের কিছু করার নেই।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...