Tuesday, May 13, 2025

প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না লখিমপুর হত্যাকাণ্ডের তদন্ত: মন্তব্য অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

সঠিক গতিতে এগোচ্ছে না। লখিমপুর-খেরি কৃষক হত্যা মামলার তদন্ত। শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।আদালতের মন্তব্য, প্রত্যাশিত গতিতে মামলার তদন্ত এগোচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ওই মামলার তদন্তের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে শুক্রবারের মধ্যে উত্তর প্রদেশ সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে।

৩ অক্টোবর লখিমপুরে (Lakhimpur) কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির পিষে দেয় চার কৃষককে। এক সাংবাদিক-সহ আটজনের মৃত্যু হয়। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং গরিমা প্রসাদকে শুক্রবারের মধ্যে এই বিষয়ে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন বা বিচারপতি রঞ্জিত সিং-এর তত্বাবধানে, চার্জশিট দাখিল করা পর্যন্ত তদন্ত তদারকি করার পরামর্শ দিয়েছে। সোমবার, মামলার রিপোর্ট (Report) যাচাই করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি, এতে নতুন কিছুই নেই। শেষ শুনানির সময় আমরা ১০ দিনের সময় দিয়েছিলাম, তারপরও পরীক্ষার রিপোর্ট আসেনি। আমরা যেরকম আশা করেছিলাম, সেই গতিতে এগোচ্ছে না মামলা।” এই নিয়ে তৃতীয়বার গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উত্তর প্রদেশ পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

এর আগে, আদালত উত্তরপ্রদেশ সরকারকে সাক্ষী সুরক্ষা স্কিম, ২০১৮ এর অধীনে মামলায় সাক্ষীদের সুরক্ষা প্রদান, ফৌজদারি কার্যবিধির (CRPC) ধারা ১৬৪ এর অধীনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষীদের বক্তব্য রেকর্ড এবং ‘ডিজিটাল’ প্রমাণগুলি বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত পরীক্ষার নির্দেশ দিয়েছিলো। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, কৃষকদের একটি দল ৩ অক্টোবর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।সেসময় একটি এসইউভি (গাড়ি) লখিমপুর খেরিতে চারজন কৃষককে পিষ্ট করেছিল। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা দুইজন বিজেপি কর্মী এবং একজন চালককে মারধর করেছে বলে অভিযোগ। সহিংসতায় একজন স্থানীয় সাংবাদিকও নিহত হয়েছেন। কৃষক নেতারা দাবি করেছেন যে আশিসও সেই গাড়িতে ছিলেন যা বিক্ষোভকারীদের পিষ্ট করেছিল। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৩ মে মঙ্গলবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬৫ ₹ ৯৩৬৫০ ₹খুচরো পাকা সোনা ৯৪১৫ ₹ ৯৪১৫০...

অবসর নেওয়ার পরই বৃন্দাবনে বিরুস্কা

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয়...

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি...

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা...