মাহেশে জগন্নাথ মন্দিরের নবরূপ, মঙ্গলে ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মাহেশে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পুরীর পরেই খ্যাতি শ্রীরামপুরের (Shreerampur) মাহেশের রথ। প্রত্যেকবার এই রথযাত্রায় উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু গত দুবছর কোভিড (Covid) পরিস্থিতিতে রথযাত্রা বন্ধ ছিল। শ্রীরামপুরের বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির ও শ্রীরামপুর পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজার কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা। সেই কথা মতো কাজও হয়েছে জোরকদমে। মঙ্গলবার, নবরূপে সজ্জিত মাহেশের জগন্নাথ মন্দির এবং সংলগ্ন পর্যটন কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার, তারই প্রস্তুতিপর্ব এবং মন্দির পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা। ছিলেন এলাকার জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হুগলির মানুষ।

Previous articleপ্রত্যাশিত গতিতে এগোচ্ছে না লখিমপুর হত্যাকাণ্ডের তদন্ত: মন্তব্য অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের 
Next articleমাও অধ্যুষিত সুকমায় সিআরপিএফ ক্যাম্পে গুলি! হত এক বাঙালি সহ ৪ জওয়ান