Tuesday, December 30, 2025

মালদহ আপ ইন্টারসিটি এক্সপ্রেস ১০ নভেম্বর থেকে আরও একটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে 

Date:

Share post:

মালদহ আপ ইন্টারসিটি এক্সপ্রেস ১০ নভেম্বর থেকে আরও একটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে । পূর্ব রেলের মালদহ ডিভিশন সূত্রে এ খবর জানানো হয়েছে। একই ভাবে মালদহ – হাওড়া ইন্টারসিটি ডাউন এক্সপ্রেসও ওই স্টেশনে দাঁড়াবে বলে পক্ষ থেকে জানানো হয়েছে।

পাশাপাশি মালদহ ডিভিশনের উপর দিয়ে যাতায়াতকারী যে সমস্ত ট্রেনগুলিকে করোনার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কুড়িটি ট্রেনকে আবার চালানোর জন্য রেল বোর্ড কে মালদহ ডিভিশনের পক্ষ থেকে আবেদন পত্র পাঠানো হয়েছে।

সোমবার মালদহ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম পবন কুমার জানান আপ ও ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস বুধবার থেকে মুর্শিদাবাদের মণিগ্রাম স্টেশনে দু’মিনিটের জন্য দাঁড়াবে। বেশ কিছুদিন থেকেই ওই স্টেশনটিতে ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড় করানোর দাবি ছিল। পরীক্ষামূলকভাবে আপাতত ওই স্টেশনে হাওড়া – মালদহ ও মালদহ – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পাশাপাশি করোনার সময় থেকে মালদা ডিভিশনের উপর দিয়ে প্রায় কুড়িটি প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়েছিল। তাতে রেল যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। তাই রেলযাত্রীদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রেল বোর্ডকে পুনরায় মালদা ডিভিশনের উপর দিয়ে কুড়িটি ট্রেন যাতে চালানো যায় সেই বিষয়ে আবেদন পত্র পাঠানো হয়েছে।

তাদের দাবি অনুযায়ী চলতি মাসের ১০ তারিখ থেকে হাওড়া -মালদহ ইন্টারসিটি আপ ডাউন দুটোই মনিগ্রাম স্টেশনে দাঁড়াবে। আপাতত আগামী ছয় মাস পর্যন্ত মনিগ্রাম স্টেশনে হাওড়া মালদা ইন্টারসিটি স্টপেজ দাওয়া হল। দেখা হবে মণিগ্রাম স্টেশনের থেকে যাত্রী কেমন চলাফেরা করে । যদি সেখানে যাত্রী সংখ্যা বাড়তে থাকে প্রতিনিয়ত । তাহলে হাওড়া- মালদহ ইন্টারসিটি সেখানে প্রতিনিয়তই দাঁড়াবে ।

আর যদি যাত্রী সংখ্যা তেমন না হয় তাহলে ছ’ মাস পরে মনিগ্রাম স্টেশনের স্টপেজ বন্ধ করে দেওয়া হবে। মালদহ রেলওয়ে ডিভিশন সূত্রে জানা যায় মালদা ডিভিশনের অন্তর্গত সাহেবগঞ্জ, আজিমগঞ্জ ,ভাগলপুর , উপর দিয়ে প্রতিদিনই আজিমগঞ্জ সাহেবগঞ্জ প্যাসেঞ্জার , সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার , আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার, ভাগলপুর আজিমগঞ্জ প্যাসেঞ্জার , মিলিয়ে কুড়িটি ট্রেন প্রতিনিয়ত চলাচল করতো ।‌করোনার সময়কালে থেকে সেই ট্রেন গুলি বন্ধ হয়েছিল ।

এইবারে যাত্রীদের কথা মাথায় রেখে সে ট্রেন গুলি আবার চালু করার বিষয়ে মালদা রেলওয়ে ডিভিশন এর পক্ষ থেকে রেল বোর্ডকে আবেদন পত্র পাঠানো হয়েছে। আবেদনপত্রটি মঞ্জুর হলেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

spot_img

Related articles

মঙ্গলের সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

শেষ হল লড়াই, দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed...

বাংলার ভূয়সী প্রশংসায় অর্থনীতিবিদ মৈত্রীশ

পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্বাস্থ্য যতটা করুণ দেখানো হয় আপেক্ষিক চিত্রটা ততটা খারাপ নয়। রীতিমতো অঙ্ক কষে পরিসংখ্যান দিয়ে জানালেন লন্ডন...

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...