Thursday, August 21, 2025

Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লিতে লাগামছাড়া বায়ুদূষণ ( Air Pollution In Delhi)। সেই কারণে এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) দু’দিন লকডাউনের (Lockdown) পরামর্শ দিল কেন্দ্রীয় সরকারকে। একইসঙ্গে সবপক্ষকে নিয়ে কেন্দ্রকে জরুরি ভিত্তিতে বৈঠকের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলে, “লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার কথাও ভাবতে পারেন।” এদিন প্রধান বিচারপতি এন ভি রামানা ( N V Ramana) বলেন, প্রয়োজনে দু’দিনের লকডাউন (Lockdown) করা হোক দিল্লিতে।’ সোমবারের মধ্যে সরকারকে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Tripura Violance: সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত ত্রিপুরায়

দিল্লিতে লাগামছাড়া বায়ু দূষণের কারণে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, “মানুষ বাঁচবে কীভাবে?” কোর্টের বিচারপতিরা কেন্দ্রকে বলেন, “গাড়ি, ধুলো, বাজি থেকেও দূষণ ছড়াচ্ছে। এমন কিছু করুন, যাতে ২-৩ দিনে পরিস্থিতির উন্নতি হয়। সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখলাম, আপনারা ব্যবস্থা নিন।’’

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই দিল্লিতে জরুরিভিত্তিতে শনিবারই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia), স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দর জৈন (Satyender Jain), পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) এবং দিল্লি মুখ্য সচিব (Delhi Chief Secretary)।

প্রায় সপ্তাহখানেক ধরেই দূষণের চাদরে ঢেকে গিয়েছে দিল্লির আকাশ। উল্লেখ্য, এদিন দিল্লির বাতাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা কেন্দ্রের তরফে আদালতে স্বীকার করে নেওয়া হয়। জানানো হয়, দিল্লির বাতাসে শ্বাস নেওয়া এখন দিনে ২০টি সিগারেট খাওয়ার সমান। এর মধ্যেই পাঞ্জাব সরকারের (Punjab Government) উপর দোষ চাপায় কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, ‘আমরা খড় পোড়ানো বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি। গত চার-পাঁচ দিনে যে পরিমাণ বাতাস দূষিত হয়েছে তার মূল কারণ হল এই খড় পোড়ানো। এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘আপানারা এভাবে কেন দেখাতে চাইছেন যেন কৃষকদের জন্যই দিল্লির বাতাস দূষিত হচ্ছে? আপানার দূষণ রোধে কী ভূমিকা পালন করেছেন? আমি জানতে চাইনা কেন্দ্রের দোষ না রাজ্যের? আপানারা বলুন দূষণ রোধে কী পদক্ষেপ নিচ্ছেন। আর সেটা যেন মাত্র দু-তিন দিনের জন্য না হয়।’

 

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) পরিস্থিতি সামাল দিতে বলেন, ‘আমরা কখনই কৃষকদের উপর একমাত্র দোষ চাপাচ্ছি না।’

আরও পড়ুন: Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (Graded Response Action Plan) সাব কমিটি ইতিমধ্যে দূষণ থেকে বাঁচতে অ্যাডভাইজরি (Advisory) জারি করেছে। সরকারি এবং বেসরকারি অফিস এবং অন্যান্য সংস্থাকে ৩০ শতাংশ গাড়ির ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে বাড়িতে থাকা এবং বাড়ি থেকে কাজের (Work from home) পরামর্শ দিয়েছে। জরুরি অবস্থার অংশ হিসেবে দিল্লিতে ট্রাকের প্রবেশ নিষেধ,  নির্মাণ কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
charring nursing homemasterbook ortho probe ramkrishna medical complex rice techno global techno global hospital thakurbari techno techno snu snu

spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...